'নীতীশ-মোদী হারছেন। ভোটের ঠিক ২ মাস আগেই তাই নতুন করে ভোটার তালিকা তৈরি করার ষড়যন্ত্র করেছে। গরিবদের কাছে নথিপত্রই নেই। আপনি ভোটের অধিকার কেড়ে নিতে চাইছেন। আগে রেশন কাড়বেন, তারপর পেনশন'। ভোটার তালিকা নিয়ে মমতার পর বিজেপিকে নিশানা আরজেডি নেতা তেজস্বী যাদবের।