Kashmir এর Pahalgam এ যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত। বদলার আগুনে জ্বলছে ভারত। ওই সন্ত্রাসবাদীদের মদত দেওয়া Pakistan কে উচিৎ শিক্ষা দিতে মরিয়া India । আর ভারত যদি চায় তাহলে চোকের পলক ফেলার আগে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ নিমেশের মধ্যে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, একদমই তাই। যদি মোদিজি পরিকল্পনা করেন তাহলে ভারতের কাছে এমন সমস্ত মহা বিধ্বংসী ক্ষেপনাস্ত্র, অস্ত্রসস্ত্র আছে যা দিয়ে পাকিস্তানের প্রতিটি শহর কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আর তা বেশ ভালো মতই জানে পাকিস্তান। আর সেই জন্যই ভয়ে ভয়ে রয়েছে তাঁরা।
Terror attack in Pahalgam shocks the world