Advertisement

Amit Shah: 'বিজেপির গোপন করার বা ভয় পাওয়ারও কিছু নেই', আদানি ইস্যুতে অমিত শাহ

কংগ্রেস অভিযোগ করেছে যে, বিজেপি গৌতম আদানিকে সাহায্য করছে। বিষয়টিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাবে বলেছেন যে, 'আড়াল করার বা ভয় পাওয়ার কিছু নেই'। শাহ এদিন জানান, বিষয়টি বিচারাধীন থাকার কারণে তাঁর মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু বিজেপির সমর্থন নিয়ে তিনি মুখ খুলেছেন। মিত শাহ বলেন, 'সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে। একজন মন্ত্রী হিসেবে আমার মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু এতে বিজেপির লুকোনোর কিছু নেই। এবং হওয়ার কিছু নেই।'

Advertisement
POST A COMMENT