scorecardresearch
 
Advertisement

Netaji Statue at India Gate: দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তিতে আলো নেই, প্রতিবাদে তৃণমূল সাংসদরা

Netaji Statue at India Gate: দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তিতে আলো নেই, প্রতিবাদে তৃণমূল সাংসদরা

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে বসানো হয়েছিল নেতাজির হলোগ্রাম মূর্তি। উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই সেখানে নেতাজির গ্রানাইটের মূর্তি বসাবে কেন্দ্র। কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে দেখা দিল বিপত্তি। অন্ধকারে দিল্লির ইন্ডিয়া গেটের নেতাজির হলোগ্রাম মূর্তি। প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদদের দলে সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, জওহর সরকার, নাদিমুল হক, শান্তা ছেত্রীর মতো লোকসভা ও রাজ্যসভার উভয়কক্ষের সাংসদদের দেখা গিয়েছে। তৃণমূল সাংসদদের দাবি নেতাজিকে অপমান করা হয়েছে।

There is no light in Netaji's hologram statue in Delhi

Advertisement