Advertisement

VIDEO: ভিন্ন চিত্র আউলিতে! জুনের গরমেও তুষারপাত

বিগত বছরগুলিতে এই সময় পাহাড়ে তুষারপাত সেভাবে লক্ষ্য কার যায়নি। তবে এবছর ভিন্ন চিত্র চোখে পড়ছে। আউলিতে এখনও প্রচুর তুষারপাত হচ্ছে। যেখানে অন্যান্য বছরগুলিতে এই সমস্ত ট্রেকিংয়ের রুট এই সময়ে পর্যটকে গমগম করে সেখানে এবছর এখনও ১ থেকে ৩ ফুট পুরু বরফ জমে রয়েছে। সেখানে এখন ঘুরে বেড়াচ্ছে কিছু হাতে গোনা পর্যটক, স্থানীয় মানুষ এবং মেষপালকেরা। কমল নয়ন সিলোদির প্রতিবেদন।

Advertisement