অপারেশন সিঁদুরের সাফল্যে উল্লসিত গোটা দেশ। ভারতীয় সেনার সম্মানে পুরীর সমুদ্রতটে বালি শিল্প ফুটিয়ে তুললেন সুদর্শন পট্টনায়েক। তাতে লেখা,'ভারত মাতা কি জয়' ও 'সুবিচার হল'। বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক বলেন,'জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নিয়ে এই শিল্পকলা ফুটিয়ে তুলেছি'।