Advertisement

পুরীর সমুদ্রতটে 'Operation Sindoor', আঁকলেন বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক

অপারেশন সিঁদুরের সাফল্যে উল্লসিত গোটা দেশ। ভারতীয় সেনার সম্মানে পুরীর সমুদ্রতটে বালি শিল্প ফুটিয়ে তুললেন সুদর্শন পট্টনায়েক। তাতে লেখা,'ভারত মাতা কি জয়' ও 'সুবিচার হল'। বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক বলেন,'জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নিয়ে এই শিল্পকলা ফুটিয়ে তুলেছি'।

Advertisement
POST A COMMENT