পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্ক। সে দেশের ড্রোন ব্যবহার করেছে পড়শি দেশ। এমনকি তুর্কির সেনা কর্তারা ভারতে ড্রোন হামলা চালানোর সময় উপস্থিত ছিলেন বলেও খবর। এরপরই তুরস্কের জিনিসপত্র এ দেশে বয়কট করার পক্ষে জোরালো আওয়াজ উঠেছে। সে দেশে বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক যান। তাতে ধাক্কা লেগেছে। তুরস্কের আপেল ও মার্বেল বিক্রিতেও অনীহা গাজিয়াবাদের ব্যবসায়ীদের।