Advertisement

Rishi Sunak's Parents: রাঘবেন্দ্র স্বামী মঠে প্রার্থনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাবা-মায়ের

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাবা-মা যশবীর এবং ঊষা সুনাক, শাশুড়ি সুধা মূর্তি সহ অন্ধ্রপ্রদেশের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন। মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওর পাশাপাশি কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে এবং তারা লিখেছেন, "আজ, ব্রিটেনের প্রধানমন্ত্রী শ্রী ঋষি সুনাকের বাবা-মা, স্যার যশবীর সুনাক এবং ঊষা সুনাক শ্রী ক্ষেত্রম মন্ত্রালয়মে গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন শ্রীমতি সুনাক। INFOSYS-এর সুধা নারায়ণ মূর্তি, এবং তারা একসঙ্গে শ্রী রায়ারুর দর্শন করেছিলেন।

Advertisement
POST A COMMENT