Advertisement

Kanpur Case: ভূত নাকি! 'মৃত'যুবক গট গট করে হেটে থানায়, 'বেঁচে আছি পোস্ট মর্টেম করবেন না'

অজ্ঞাতপরিচয় অবস্থায় বেশ কয়েকদিন পড়েছিল একটি বেওয়ারিশ লাশ। স্থানীয় সবকটি থানায় হোয়াটঅ্যাপের মাধ্যমে মৃতের ছবি Viral করে আত্মীয়দের খোঁজ শুরু করেছিল পুলিশ। শেষ পর্যন্ত এক মহিলা এসে মৃতকে তাঁর ভাই বলে শনাক্ত করেন। কিন্তু কী করে ওই মহিলা শনাক্ত করলেন মৃত ব্যক্তি তাঁর ভাই? ওই মহিলা জানান তাঁর ভাইও নাকি একই কালো রঙের প্যান্ট পরেছিল।

Unidentified body's brother identifies him by pants color

TAGS:
Advertisement