হিম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে আতঙ্কের কারণ নেই বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, HMPV কোনও নতুন ভাইরাস নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কথায়, 'স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, HMPV কোনও নতুন ভাইরাস নয়। ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল এই ভাইরাসকে। তারপর থেকে গোটা পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে এই ভাইরাস। এই ভাইরাস সব বয়সের মানুষকেই আক্রমণ করতে পারে। শীতকালে ভাইরাসটি বেশি ছড়িয়ে পড়ে এছাড়া বসন্তের শুরুতে এর প্রকোপ বাড়ে।'