কোনও কিছু নতুন করার আগে ইউটিউবে সেই সংক্রান্ত ভিডিও দেখে নিলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। রান্নার রেসিপি থেকে নতুন মোবাইলের মডেল কেমন হবে, সবকিছুর আগেই অনেকেই তাই ইউটিউবে একবার চোখ বুলিয়ে নেন। যাকে বলে হোমওয়ার্ক করে নেন আর কী। কিন্তু তাই বলে, হাসপাতালে রোগীর চিকিৎসার ক্ষেত্রেও ইউটিউব? শুনে অবাক লাগছে নিশ্চয়ই। কিন্তু অবাক লাগলেও কিছুই করার নেই। এটাই এখন বাস্তব। সম্প্রতি সরকারি হাসপাতালে ইউটিউবে ভিডিও দেখে ইসিজি করার বিষয়টি সামনে এসেছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই যাকে বলে চোখ কপালে উঠেছে রোগীর আত্মীয়দের। আর সবথেকে আশ্চর্যের বিষয় শুনুন।
Video: Jodhpur lab attendant performs ECG on patient while watching YouTube tutorial