খবরের কাগজ। সংবাদ জানার জন্য এক সময় খবরের কাগজই ছিল একমাত্র মাধ্যম। কিন্তু সময় বদলেছে। ইন্টারনেটের দখলে গোটা দুনিয়া। তার প্রভাব পড়েছে খবরের মাধ্যমেও। সময়ের চাহিদা অনুযায়ী কমেছে কাগজের চল। এখন মোবাইলে খবর দেখে নেয় সাধারণ মানুষ। কিন্তু এই পরিবর্তন তো একদিনে আসেনি। সময় লেগেছে। আর সেই বিবর্তনকে দুর্গাপুজোর থিম করছে লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবারের তাদের থিম 'নবীকরণ'। মণ্ডপ তৈরি করা হচ্ছে খবরের কাগজ দিয়েই।
বাস্তুশাস্ত্রে সহজেই সুখ ও সমৃদ্ধির কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র কেবল ঘর কীভাবে সাজাতে হবে তা বলে না, বরং যেভাবে খাবার খান তার মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। কোন কোন জায়গায় ভুল করে বসেও খাবার খেলে জীবনে দারিদ্র্য আসতে পারে। জানুন এরা কারা।
বৈদিক ক্যালেন্ডারের গণনা অনুসারে, শুক্র গ্রহ এই বছরের মার্চ মাসে অস্ত গেছে এবং উদয় হয়েছে এবং এখন আবার অস্ত যেতে চলেছে। শুক্র আবারও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৬টা ৩৫ মিনিটে অস্ত যাবে এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধে ০৬টা ২৭ মিনিটে পর্যন্ত এই অস্ত অবস্থায় থাকবে।
আজ ৯ সেপ্টেম্বর ২০২৫। সংখ্যাতত্ত্বের দিক থেকে এই তারিখটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই তারিখের মূল সংখ্যা হল ৯ (৯+৯+২+০+২+৫=২৭→ ২+৭=৯) এবং এই তারিখটি একটি অত্যন্ত বিরল কাকতালীয় ঘটনা এনেছে। এই তারিখে, দিনটি মঙ্গলবার এবং মঙ্গলের মূল সংখ্যা ৯।
Lakshmi Puja 2025: ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পুজো করা হয়।
Vishwakarma Puja 2025: উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেই এই পুজো হয়।
এই সময় শুক্রের গোচর শুভ প্রভাব ফেলবে সিংহ, তুলা এবং ধনু রাশির উপর। শুধু আর্থিক উন্নতি নয়, মিলতে পারে কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্কের স্থিতি ও জীবনের নতুন সুযোগও।
Durga Puja 2025 : দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো খুবই গুরুত্বপূর্ণ। জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট।
Surya Grahan On September 2025: সনাতন ধর্মে, গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়। গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে।
Chandra Grahan Blood Moon 2025: গ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, যা প্রতি বছর দেখা যায়। হিন্দু ধর্মে, গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়।
Dhanteras 2025 Luck: জ্যোতিষীদের মতে, ধনতেরসে রাশি অনুযায়ী কেনাকাটা বেশি সুবিধা নিয়ে আসে। এই বছর ধন ত্রয়োদশী হবে ২২ অক্টোবর সন্ধে ৬টা ৩ মিনিট থেকে ২৩ অক্টোবর ভোর ৬টা ৪ মিনিট পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক ধনতেরসে রাশিচক্র অনুযায়ী এই সময় কোন জিনিস কিনলে সারা বছর অর্থের কোনও অভাব থাকবে না।