শুরু হল জয়দেবের মেলা। লক্ষ লক্ষ সাধু-সন্ত হাজির হন এখানে। ৩০০-র বেশি অস্থায়ী আখড়া রয়েছে অজয় নদের তীরে। ১৬৮৩ সালে বীরভূমের অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই হিসেবে ৪০০ বছরের প্রাচীন বাউল ফকিরের এই মেলা।
দিল্লিতে পোঙ্গল উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোঙ্গল উৎসবের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রী মুরুগানের বাসভবনে যান। তিনি বলেন, 'পোঙ্গল এখন বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে। তামিল সংস্কৃতিকে ভালোবাসে এমন মানুষদের জন্য দিনটি আনন্দের। আমি এই উৎসবে যোগ দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।'
প্রতিবারের মতো এবারেও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় চোখের পড়ার মতো। বুধবার ভোর থেকেই স্নান শুরু হয়েছে সাগরে। সাধারণের পাশাপাশি গঙ্গাসাগরে এসেছেন বহু সন্ন্যাসীও।
জ্যোতিষ ও শাস্ত্র মতে মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে। এই গমনকে অয়নকালের শুরু হিসেবে ধরা হয়। এই দিনে উত্তরায়ণের সূচনার ফলে সূর্যের উপাসনা, পবিত্র নদীতে স্নান এবং সূর্য দেবতাকে দান করা অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়।
গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিশছে, সেই মিলনস্থানে ডুব দিলেই মোক্ষ লাভ। কথায় বলে, 'যা নেই মহাভারতে, তা নেই ভারতে'। সেই মহাভারতেও তো গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে। মহাভারতের বনপর্বে পাণ্ডবদের গঙ্গাসাগর সঙ্গমে আগমনের উল্লেখ আছে। কপিল মুনির অভিশাপ থেকে রাজা সাগরের ৬০,০০০ পুত্রকে মোক্ষ দিতে রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন।
সনাতন ঐতিহ্যে এমন অনেক গাছপালা এবং ফুলের বর্ণনা রয়েছে যা কেবল সৌন্দর্যের সঙ্গেই নয়, ভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির সঙ্গেও জড়িত। এরকম একটি ফুল হল অপরাজিতা ফুল, যা বিশেষভাবে তার নীল রঙের জন্য স্বীকৃত। ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, সঠিক দিক এবং পদ্ধতিতে রোপণ করা অপরাজিতা গাছ জীবনে সুখ, শান্তি এবং আর্থিক শক্তি আনতে পারে।
হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তিতে সূর্যের গতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, যা উত্তরায়ণের সূচনা করে।
Poush Parbon 2026 Wishes: অঞ্চলভেদে এই বিশেষ দিনটি পালন করার ভিন্ন রীতিনীতি আছে। পশ্চিমবাংলায় এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত।
গোটা দেশজুড়েই মকর সংক্রান্তির উৎসব পালিত হয়। বাংলায় এটি পৌষ সংক্রান্তি। অসমে ভোগালি বিহু, পঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল ও অন্যান্য রাজ্যগুলিতে মকর সংক্রান্তি পালিত হয়।
Rashifal Angarak Yog: জ্যোতিষশাস্ত্র বলছে, অগ্নিতত্ত্বের মঙ্গল যখন বায়ুতত্ত্বের কুম্ভে প্রবেশ করে, তখন উত্তেজনা, বৈরিতা আর আর্থিক অস্থিরতা বাড়ে। কয়েকটি রাশির উপর এই সময় বাড়তি চাপ তৈরি হতে পারে।
সংখ্যাতত্ত্ব, যা জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেখানে মূলাঙ্ক ১-কে সূর্যের সংখ্যা হিসেবে ধরা হয়। তাই এই তারিখে জন্মানো মানুষের জীবনে সূর্যের জ্যোতি নেমে আসে বলে মনে করা হয়। স্বভাবতই এঁরা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং জীবনে দারুণ সাফল্য অর্জন করেন।