Advertisement
ধর্ম

Goddess Lakshmi Auspicious Signs: দীপান্বিতা লক্ষ্মী প্রবেশ করছেন আপনার ঘরে, ৫ সঙ্কেতেই বোঝা যায়...

কার্তিক অমাবস্যায় একই সঙ্গে পালিত হবে কালীপুজো এবং দীপাবলি
  • 1/9

কার্তিক অমাবস্যায় একই সঙ্গে পালিত হবে কালীপুজো এবং দীপাবলি। এছাড়া বাঙালি বাড়িতে এ দিন দীপান্বিতা লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে।

এই বছরের দীপান্বিতা লক্ষ্মীপুজো
  • 2/9


২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই বছরের দীপান্বিতা লক্ষ্মীপুজো। আলো, আলপনার মিশেলে মায়ের আগমনের পথ করে দেওয়া হবে।

লক্ষ্মীপুজোর আগেই মা আসার কিছু লক্ষণ প্রকাশ পায়
  • 3/9


যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছে, লক্ষ্মীপুজোর আগেই মা আসার কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলি দেখলেই বোঝা যায় মা এ বার ঘরে এলেন। 

Advertisement
চিহ্নগুলিই চিনে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
  • 4/9


আর সেই চিহ্নগুলিই চিনে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এগুলি দেখলেই ধরে নেবেন সামনেই রয়েছে সুখবর। এসেছেন মা।

ব্যবসায় আয় হচ্ছে
  • 5/9

এতদিন ব্যবসা চলেনি। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির হয়েছে বদল। ত্রেতা বাড়ছে। ব্যবসায় আয় হচ্ছে। ব্যাস, এমনটা হলেই ধরে নিতে হবে মা পা দিয়েছেন আপনার বাড়ি।
 

পেঁচা হল লক্ষ্মীর বাহন
  • 6/9

শাস্ত্র মতে, পেঁচা হল লক্ষ্মীর বাহন। তাই এই পুজোর আগে বা সেই সময় বাড়ির পাশে পেঁচা দেখলে ধরতেই পারেন মা আপনার বাড়িতে আসছেন।

মায়ের কথা মাথায় রাখতে হবে
  • 7/9

হঠাৎ করে টাকা বা সম্পত্তি পেলে অবশ্যই মায়ের কথা মাথায় রাখতে হবে। কারণ, এটাও মায়ের বাড়িতে আসার সংকেত হতে পারে বলে মনে করছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

Advertisement
আপনার বাড়ির আশপাশে যদি তুলসী বা মানি প্ল্যান্ট হঠাৎ করেই বাড়ে
  • 8/9

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, আপনার বাড়ির আশপাশে যদি তুলসী বা মানি প্ল্যান্ট হঠাৎ করেই বাড়ে, তাহলে ভাল খবর রয়েছে। ধরে নিতে হবে মা এ বার আপনার বাড়ি এসে উপস্থিত হবেন।

বাড়ির আশপাশে সুগন্ধ পেলেও একবার মায়ের কথা ভাবুন
  • 9/9

বাড়ির আশপাশে সুগন্ধ পেলেও একবার মায়ের কথা ভাবুন। কারণ, এটা যে হতে পারে মা বাড়িতে পা রাখার একটি নিশ্চিত সংকেত। 

Advertisement