Advertisement
ধর্ম

Unlucky Rakhi For Raksha Bandhan: এই রাখি দাদা- ভাইয়ের হাতে বাঁধা অশুভ, অমঙ্গল ঠেকাতে কেনার আগে জানুন

  • 1/9

হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। 

  • 2/9

এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৯ অগাস্ট, শনিবার। পূর্ণিমা তিথি লাগছে ৮ অগাস্ট, বেলা ১/৫৫/২৫-এ এবং থাকবে ৯ অগাস্ট বেলা ১/৩৯/৪৫ মিনিট পর্যন্ত। 

  • 3/9

বাজারে রকমারি রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চিন থেকে যে সমস্ত রাখি আসে, সেগুলো দেখতে খুব সুন্দর হয়। তবে জ্যোতিষীদের মতে, এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রাখি কেনার আগে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে কিনুন।
 

Advertisement
  • 4/9

বাজারে নানা রকম ফ্যান্সি রাখি পাওয়া যায়। কিন্তু এই সৌন্দর্যের পিছনে কিছু অশুভ লক্ষণ লুকিয়ে থাকতে পারে। রাখি কেনার সময় খেয়াল রাখবেন এতে যেন কোনও অশুভ চিহ্ন না থাকে।

  • 5/9

কখনও কালো রঙের রাখি কিনবেন না। শাস্ত্রে কালো রঙকে নেতিবাচকতা এবং অশুভের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে। তাই এই রঙের রাখি কেনা থেকে বিরত থাকুন।

  • 6/9

অনেক সময় হুড়োহুড়ি করে বা না জেনে ছেঁড়া রাখি কিনে ফেলেন অনেকে। তবে ছেঁড়া রাখি কখনই ভাইয়ের কব্জিতে বাঁধা উচিত নয়। শাস্ত্র মতে ছেঁড়া বা ভাঙা জিনিস ব্যবহারে অশুভ ফল মেলে।

  • 7/9

দেব-দেবী বা দেবতার ছবি আছে, এরকম রাখি বাজারে প্রায়ই দেখা যায়। মনে রাখবেন ভাইয়ের কব্জিতে এই ধরনের রাখি কখনই বাঁধা উচিত নয়। 

Advertisement
  • 8/9

বর্তমান সময় প্লাস্টিকের তৈরি রাখিও বাজারে আসতে শুরু করেছে। বিশেষ করে চীন থেকে আসা রাখিগুলো প্লাস্টিকের তৈরি। আপনার এই জাতীয় রাখি কেনা উচিত নয় কারণ প্লাস্টিককে কেতুর পদার্থ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি কুখ্যাতি বাড়ায়। 
 

  • 9/9

রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে।
 

Advertisement