Devi Durga Arrival Departure 2025: গজে চড়ে আসছেন দেবী দুর্গা, ফিরছেন কিসে? জানুন শুভ না অশুভ দিন আসছে

Durga Puja 2025: হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। এর ওপরই নির্ভর করে গোটা বছর সকলের কেমন কাটবে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়।

Advertisement
গজে চড়ে আসছেন দেবী দুর্গা, ফিরছেন কিসে? জানুন শুভ না অশুভ দিন আসছে দুর্গা পুজো ২০২৫

দুর্গাপুজো একেবারে এসে গেছে বললেই চলে। কুমোরটুলিতে চলছে শেষ পর্যায়ের কাজ। শহরের অলিগলিতে ইতিমাধ্যেই সাজসাজো রব। আলোর রোশনাইতে সেজে উঠছে কলকাতা ও রাজ্য। কেনাকাটা, প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ সবই চলছে একেবারে যুদ্ধকালীন প্রস্তুতিতে। বিশ্বকর্মা পুজো যেতেই, শুরু হবে ফাইনাল কাউন্টডাউন। 

বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় দুর্গা পুজো। মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচদিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। এর ওপরই নির্ভর করে গোটা বছর সকলের কেমন কাটবে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। এবছর মা দুর্গা কিসে আসছেন বা কোন বাহনে ফিরছেন? দেবীর আগমন- গমন শুভ  না অশুভ ইঙ্গিত?

সপ্তমী ও দশমী তিথি 

সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে, দুর্গার কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়।  সপ্তমী ও দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে।

আরও পড়ুন: দুর্গাপুজো থেকে ৩ রাশির জাতকদের জীবনে শুভ সময়! টাকা, কেরিয়ার, প্রেমে সুদিন শুরু

২০২৫-এ দেবী দুর্গার আগমন

২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে। 

২০২৫-এ দেবী দুর্গার গমন

দেবীর গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। ফলে বলা যায়, এবার দুর্গার আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।

গত বছর দেবী দুর্গার আগমন- গমন
 
২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ।  

Advertisement

অশুভ কোনটা? 

শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।  ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। 

আরও পড়ুন:  অঞ্জলি, সন্ধিপুজো থেকে বলিদানের শুভ সময়! জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট

দেবীর কোন বাহন কিসের প্রতীক? 

দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক। 

নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় । 

গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। 

ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। 

২০২৫-র দুর্গাপুজোর ক্যালেন্ডার 

মহালয়া- ২১ সেপ্টেম্বর, রবিবার 

মহাপঞ্চমী- ২৭ সেপ্টেম্বর, শনিবার 

মহাষষ্ঠী - ২৮ সেপ্টেম্বর, রবিবার 

মহাসপ্তমী - ২৯ সেপ্টেম্বর, সোমবার 

মহাষ্টমী - ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার
 
মহানবমী - ১ অক্টোবর, বুধবার 

মহাদশমী - ২ অক্টোবর, বৃহস্পতিবার  

POST A COMMENT
Advertisement