Dhanteras 2025: ঘরে এই ৫ ভাবে ঝাঁটা রাখা অশুভ, ভিখিরি হয় মানুষ, বাস্তুশাস্ত্রের সতর্কতা

ঝাঁটাকে শুধু পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদের বাহক হিসেবেও বিবেচনা করা হয়। কিন্তু শুধুমাত্র ঝাঁটা কেনাই যথেষ্ট নয়, এটি সঠিক নিয়মে না রাখলে ও ব্যবহার না করলে বিপরীত ফলও হতে পারে, এমনকি ধনীর ঘরেও দরিদ্রতা ডেকে আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Advertisement
ঘরে এই ৫ ভাবে ঝাঁটা রাখা অশুভ, ভিখিরি হয় মানুষ, বাস্তুশাস্ত্রের সতর্কতা
হাইলাইটস
  • ঝাঁটাকে শুধু পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদের বাহক হিসেবেও বিবেচনা করা হয়।
  • কিন্তু শুধুমাত্র ঝাঁটা কেনাই যথেষ্ট নয়, এটি সঠিক নিয়মে না রাখলে ও ব্যবহার না করলে বিপরীত ফলও হতে পারে, এমনকি ধনীর ঘরেও দরিদ্রতা ডেকে আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

১৮ অক্টোবর, শনিবার, এই বছর ধনতেরাস, ধন ও সমৃদ্ধির উৎসব, পালিত হবে এক শুভ লগ্নে। হিন্দু ধর্মমতে, এই দিনটি দেবী লক্ষ্মী এবং ধন্বন্তরীর পূজার জন্য অতি শুভ। অনেকেই এই দিনে সোনা, রূপো, বাসনপত্র কিংবা গাড়ি কেনেন। তবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, ধনতেরাসে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কেনা বিশেষ ভাবে শুভ, ঝাঁটা।

ঝাঁটাকে শুধু পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদের বাহক হিসেবেও বিবেচনা করা হয়। কিন্তু শুধুমাত্র ঝাঁটা কেনাই যথেষ্ট নয়, এটি সঠিক নিয়মে না রাখলে ও ব্যবহার না করলে বিপরীত ফলও হতে পারে, এমনকি ধনীর ঘরেও দরিদ্রতা ডেকে আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ধনতেরাসে ঝাঁটা কেনা কেন শুভ?
বিশ্বাস করা হয়, ধনতেরাসে নতুন ঝাঁটা কেনা দেবী লক্ষ্মীর কৃপা অর্জনের একটি সহজ উপায়। কারণ লক্ষ্মী দেবী পরিচ্ছন্নতা এবং গৃহস্থালি শুদ্ধতার প্রতীক। যেসব ঘর পরিপাটি ও পরিস্কার থাকে, সেখানে দেবী লক্ষ্মী স্থায়ী হন, এই বিশ্বাস বহু যুগ ধরে প্রচলিত।

কিন্তু সাবধান! ঝাঁটা ব্যবহারে এই ৫টি ভুল করলে আসতে পারে অশুভ ফল

১. ঝাঁটা খোলা জায়গায় রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, ঝাঁটা সর্বদা চোখের আড়ালে রাখা উচিত, যেমন দরজার পেছনে বা বিছানার নিচে। খোলা জায়গায় ঝাঁটা রাখলে তা নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ঘরের আর্থিক স্থিতি নষ্ট হয়।

২. ঝাঁটা কখনও খাড়া করে রাখবেন না
ঝাঁটাকে খাড়া বা দাঁড় করিয়ে রাখা বাস্তুর বিরোধী। এতে ঘরে অস্থিরতা বাড়ে, এবং অর্থনৈতিক সমস্যাও ঘনীভূত হতে পারে। দেবী লক্ষ্মী এমন ঘর এড়িয়ে চলেন বলে মনে করা হয়।

৩. সন্ধেয় ঝাঁট দেওয়া নিষিদ্ধ
বাস্তুশাস্ত্র মতে, সন্ধ্যার পর বা রাতের বেলা ঝাঁট দেওয়া একেবারেই অনুচিত। সূর্য ডোবার পর ঝাঁটা দিলে তা দেবী লক্ষ্মীর অবমাননা বলে গণ্য হয় এবং ঘর থেকে তাঁর কৃপা সরে যায়।

Advertisement

৪. ঝাঁটা রাখার সঠিক দিক মেনে চলুন
দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পশ্চিম, এই তিনটি দিক ঝাঁটা রাখার জন্য শুভ বলে মনে করা হয়। এতে খরচ কমে, সঞ্চয় বাড়ে এবং আর্থিক স্থিতি বজায় থাকে।

৫. ঝাঁটা দিয়ে রান্নার জিনিস ছোঁবেন না
রান্নাঘরের বাসন বা খাবারের জিনিসে ঝাঁটা লাগলে তা অপবিত্র হয়ে যায় এবং তা ঘরের পবিত্রতা ও সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলে।

 

POST A COMMENT
Advertisement