Bijaya Dashami Timing & Fixture: দেবীর বরণ, সিঁদুর খেলা থেকে বিসর্জনের সময় কখন? জানুন বিজয়া দশমীর নির্ঘণ্ট

Durga Puja 2023: বিজয়া দশমী  দুর্গাপুজোর উৎসবের শেষ দিন। প্রতিমাগুলি বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপর জলাশয়ে বিসর্জন দেওয়ার হয় প্রতিমাগুলি। ঘট বিসর্জনের অর্থ, পুজো সমাপ্তি।

Advertisement
দেবীর বরণ, সিঁদুর খেলা থেকে বিসর্জনের সময় কখন? জানুন বিজয়া দশমীর নির্ঘণ্টদশমীর নির্ঘণ্ট

চলছে উৎসবের মরসুম। শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। 

দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে বিজয়া দশমীর দিন চারিদিকে বাজে বিষাদের সুর। কারণ উমার ফিরে যাওয়ার পালা। জানুন বিজয়া দশমীর নির্ঘণ্ট।

বিজয়া দশমী  দুর্গাপুজোর উৎসবের শেষ দিন। প্রতিমাগুলি বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপর জলাশয়ে বিসর্জন দেওয়ার হয় প্রতিমাগুলি। ঘট বিসর্জনের অর্থ, পুজো সমাপ্তি। বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের করে। যেখানে নাচে- গানে, হাসি মুখে সকলে বিদায় জানান উমাকে। এদিন বরণ, সিঁদুর খেলা, বিসর্জন ও বিজয়া উৎসবের সূচনা হয়।  

বিজয় দশমী ২০২৩-র নির্ঘণ্ট

* ৬ কার্তিক ইং ২৪ অক্টোবর বুধবার- বিজয় দশমী

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। বিজয়া দশমী দিবা ঘ ১২। ৪২ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণেবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮.৩২ গতে পূর্বাহ্ণ মধ্যে)

 শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।  

২০২৩ সালে দেবী দুর্গার আগমন গমন 

উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

* দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। বিজয়া দশমীকৃত্য। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পুজো।    

লক্ষ্মী পুজো ২০২৩ -র তারিখ 

২৮ অক্টোবর (১০ কার্তিক), রবিবার

কালী পুজো ২০২৩ -র তারিখ 

১২ নভেম্বর (২৫ কার্তিক), রবিবার

 

POST A COMMENT
Advertisement