Maha Ashtami Timing & Fixture: অঞ্জলী, সন্ধিপুজো থেকে বলিদানের শুভ সময়! জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট

Durga Puja 2023: আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত।

Advertisement
অঞ্জলী, সন্ধিপুজো থেকে বলিদানের শুভ সময়! জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট   মহাষ্টমীর নির্ঘণ্ট

শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে মহাষ্টমীর অঞ্জলী ও সন্ধিপুজো খুবই গুরুত্বপূর্ণ। জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট। 

বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে, 

* ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার- মহাষ্টমী 

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে। 

* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।

* পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও  মহাষ্টমীর ব্রতোপবাস। 

সন্ধিপুজো

সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ। 

* বলিদান- সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান। 

* রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপুজো সমাপন।        

দেবী দুর্গার আগমন 

এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ।

দেবী দুর্গার আগমন গমন 

উমা কৈলাসে ফিরবেন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ। 

 

POST A COMMENT
Advertisement