Durga Puja 2025 Vastu Tips: দুর্গাপুজোর সময় ঘরে আনুন এই ৫ জিনিস, সৌভাগ্য উপচে পড়বে

জ্যোতিষ ও ধর্মশাস্ত্র বলছে, নবরাত্রির সময়ে কিছু বিশেষ বস্তু বাড়িতে নিয়ে এলে তা শুধুই শুভ ফল বয়ে আনে না, পরিবারে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির পথও প্রশস্ত হয়। আসুন দেখে নেওয়া যাক, কী কী জিনিস এই শারদীয় নবরাত্রিতে বাড়িতে আনা অত্যন্ত শুভ

Advertisement
দুর্গাপুজোর সময় ঘরে আনুন এই ৫ জিনিস, সৌভাগ্য উপচে পড়বেদুর্গাপুজোর সময় ঘরে আনুন এই ৫ জিনিস, সৌভাগ্য উপচে পড়বে

Durga Puja 2025 Vastu Tips: আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু শারদীয় নবরাত্রি। ঘরে ঘরে শুরু হবে মাতৃবন্দনা। শাস্ত্র মতে, নবরাত্রির নয়দিন অত্যন্ত পবিত্র। এই সময় দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে বহু মানুষ। সকালে মন্ত্রোচ্চারণ, সন্ধ্যায় ধূপ-দীপের আরতিতে গৃহের চারপাশে ছড়ায় এক অন্যরকম শুভ শক্তি।

জ্যোতিষ ও ধর্মশাস্ত্র বলছে, নবরাত্রির সময়ে কিছু বিশেষ বস্তু বাড়িতে নিয়ে এলে তা শুধুই শুভ ফল বয়ে আনে না, পরিবারে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির পথও প্রশস্ত হয়। আসুন দেখে নেওয়া যাক, কী কী জিনিস এই শারদীয় নবরাত্রিতে বাড়িতে আনা অত্যন্ত শুভ

কলস
নবরাত্রির সূচনা হয় কলস স্থাপন দিয়ে। এটি দেবী আরাধনার এক অপরিহার্য অঙ্গ। শাস্ত্রমতে কলসি হল শুভ শক্তির প্রতীক। মাটি, পিতল, রুপো বা সোনার কলসি—যে কোনওটি আপনি আপনার সাধ্য মতো বাড়িতে আনতে পারেন। এতে গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।

মা দুর্গার মূর্তি
নবরাত্রি মানেই দুর্গাপুজোর আরাধ্য সময়। তাই এই সময় মা দুর্গার একটি সুন্দর মূর্তি কিনে এনে ঘরে পুজো করুন। শুধু নবরাত্রির নয়, এই মূর্তিতে বছরের অন্যান্য সময়েও নিয়মিত পুজো করলে মায়ের কৃপা বজায় থাকে বলে বিশ্বাস।

দেবীর পায়ের ছাপ
লাল আলপনার মতো দেখতে মা দুর্গার পায়ের ছাপ নবরাত্রিতে শুভ চিহ্ন হিসেবে ধরা হয়। এটি বাড়িতে রাখলে সুখ ও শান্তি নেমে আসে। তবে খেয়াল রাখবেন, পায়ের ছাপ যেন মেঝেতে না থাকে। পুজোর স্থানে বা উঁচু জায়গায় স্থাপন করাই বিধেয়।

দুর্গা বিষা যন্ত্র (বা শ্রীযন্ত্র):
এটি এক অলৌকিক শক্তির প্রতীক বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, নবরাত্রির সময়ে প্রমাণিত দুর্গা বিষা যন্ত্র বাড়িতে আনলে সংসারে অর্থের অভাব থাকে না, মন্দ শক্তির প্রভাব দূরে থাকে। নবরাত্রি হল এই যন্ত্র প্রতিষ্ঠার উপযুক্ত সময়।

Advertisement

লাল পতাকা
নবরাত্রির প্রথম দিন একটি লাল ত্রিভুজ পতাকা আনুন। দেবীর সামনে রেখে নয় দিন ধরে পূজিত হলে তা অশেষ শুভ ফল দেয়। নবমীর দিন সেই পতাকা কোনও দেবী মন্দিরের গম্বুজে স্থাপন করলে সংসারে শান্তি ও কল্যাণ বজায় থাকে।

 

POST A COMMENT
Advertisement