বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার আগে চোখ যায়, তার মধ্যে দুর্গা পুজো একটি। গোটা বিশ্বের বাঙালি জাকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে।
শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন। আর প্রায় দু'মাস পরেই উমা আসবে বাড়িতে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। এবছর মা দুর্গার আগমন শুভ না অশুভ ইঙ্গিত?
২০২৫ সালে দেবী দুর্গার আগমন- গমন
এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। যার অর্থ, দেবী আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে।
কোন বাহন কিসের প্রতীক?
দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক।
নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
দুর্গা পুজো ২০২৫ ক্যালেন্ডার
মহালয়া- ২১ সেপ্টেম্বর, রবিবার
মহাপঞ্চমী- ২৭ সেপ্টেম্বর, শনিবার
মহাষষ্ঠী - ২৮ সেপ্টেম্বর, রবিবার
মহাসপ্তমী- ২৯ সেপ্টেম্বর, সোমবার
মহাষ্টমী- ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার
মহানবমী- ১ অক্টোবর, বুধবার
মহাদশমী- ২ অক্টোবর, বৃহস্পতিবার
২০২৫-র লক্ষ্মী পুজো কবে পড়েছে?
আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর, সোমবার
২০২৫-র কালী পুজো কবে পড়েছে?
২০ অক্টোবর, সোমবার পড়েছে কালী পুজো
২০২৫-র ভাইফোঁটা ২০২৫ কবে পড়েছে?
২৩ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে ভাইফোঁটা