উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো (Durga Puja)। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। এক বছর দুর্গাপুজো শেষ মানে, অপেক্ষা আরও এক বছরের। দুর্গাপুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালির প্ল্যানিং শুরু হয়, পরের বছরের। বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে, পরের বছরের থিম নিয়ে।
এবছরের দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো খুবই গুরুত্বপূর্ণ। জানুন মহাষ্টমীর নির্ঘণ্ট (Ashtami Fixture)।
বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে,
মহাষ্টমী
* ১৩ আশ্বিন, ইং ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার
* পূর্বাহ্ন বেলা ১২।২৭ থেকে ৩০ সেপ্টেম্বর বেলা ১।৪৫ পর্যন্ত থাকবে মহাষ্টমী তিথি।
* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
দেবীর পুষ্পাঞ্জলি
* সকাল ৯.৩০ মিনিট নাগাদ
সন্ধিপুজো
* বেলা ১।২১ থেকে দুপুর ২।৯-র মধ্যে হবে সন্ধিপুজো।
বলিদান
এদিন বেলা ১।৪৫-এ বলিদান।
২০২৫ সালে দেবী দুর্গার আগমন- গমন
২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে। দেবীর গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। ফলে বলা যায়, এবার দুর্গার আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।