Durga Puja 2026 Calendar Bengali: আগামী বছর দুর্গাপুজো কবে পড়েছে ? জানুন ২০২৬-র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ

Durga Puja 2026 Schedule: ২০২৫ -র দুর্গাপুজো প্রায় শেষ। পুজো শেষ মানে, অপেক্ষা আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালি প্ল্যানিং শুরু করে, আগামী বছরের।

Advertisement
আগামী বছর দুর্গাপুজো কবে পড়েছে ? জানুন ২০২৬-র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ  দুর্গাপুজো ২০২৬

বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গাপুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। 

২০২৫ -র দুর্গাপুজো প্রায় শেষ। পুজো শেষ মানে, অপেক্ষা আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালি প্ল্যানিং শুরু করে, আগামী বছরের। বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে, পরের বছরের থিম নিয়ে। জানুন, ২০২৬ -র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ।

মহালয়া ২০২৬

২০২৫ সালের মহালয়া পড়েছে  - ১০ অক্টোবর, শনিবার 

আরও পড়ুন:  অক্টোবরে কালী পুজো, কবে পড়েছে? শুভ তিথি, পুজোর মন্ত্র জেনে নিন

দুর্গা পুজো ২০২৬

মহাপঞ্চমী- ১৬ অক্টোবর, শুক্রবার 

মহাষষ্ঠী - ১৭ অক্টোবর, শনিবার 

মহাসপ্তমী - ১৮ অক্টোবর, রবিবার

মহাষ্টমী - ১৯ অক্টোবর, সোমবার 

মহানবমী - ২০ অক্টোবর, মঙ্গলবার 

মহাদশমী - ২১ অক্টোবর, বুধবার 

আরও পড়ুন:  পুজোর পরেই নক্ষত্র পাল্টাবে শনি, ৩ রাশির জাতকদের জীবনে জ্যাকপট 


   লক্ষ্মী পুজো ২০২৬

আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ২৫ অক্টোবর, রবিবার

কালী পুজো ২০২৬

৮ নভেম্বর, রবিবার পড়েছে কালী পুজো বা দীপাবলি 

ভাইফোঁটা ২০২৬ 

১০ নভেম্বর, মঙ্গলবার পড়েছে ভাইফোঁটা

আরও পড়ুন:  এবছর কবে পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো? জেনে নিন দিনক্ষণ, শুভ মুহূর্ত

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। চলতি বছরে মহালয়া পড়েছিল ২১ সেপ্টেম্বর এবং মহাষষ্ঠী ছিল ২৮ সেপ্টেম্বর। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement