Happy Chhath Puja 2025: ছটপুজোর শুভক্ষণে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Chhath Puja 2025 Wishes: পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। বর্তমানে এই পুজো এক সর্বজনীন রূপ পেয়েছে।

Advertisement
ছটপুজোর শুভক্ষণে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ  ছটপুজোর শুভেচ্ছা

ভারতীয়দের বছরভর নানা পার্বণ। হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত আরও এক প্রাচীন হিন্দু পার্বণ- ছটপুজো (Chhath Puja)। সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছটপুজো। এটি বছরে দু'বার পালিত হয় — প্রথমবার চৈত্র মাসে (চৈতী ছট) এবং দ্বিতীয়বার কার্তিক মাসে (কার্তিকী ছট)।

পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। বর্তমানে এই পুজো এক সর্বজনীন রূপ পেয়েছে। বিভিন্ন ভাষাভাষী, ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এই পুজোর মাহাত্ম্য উপলব্ধি করে পুজোয় সামিল হতে শুরু করেছেন।

 

chhath puja 2025

আরও পড়ুন:  শনিদেবের প্রিয় এই ৩ রাশির জীবনভর সুখ, যে কোনও সমস্যায় রক্ষা করেন গ্রহরাজ

সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছটপুজো, সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটি মাই) প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পুজো করা হয় না। জেনে নিন, প্রিয়জনকে ছটপুজোর শুভেচ্ছা জানাতে কী শুভেচ্ছাবার্তা (Chhath Puja Wishes) পাঠাতে পারেন আপনি। 

 

chhath puja

ছটপুজোর মেসেজ (Chhath Puja 2025 Messages) 

* ছটপুজো এই শুভ দিনে আপনার সমস্ত ইচ্ছে এবং হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ হোক।

* ছটপুজো শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারে। 

* এই ছটপুজো আপনার জন্য সৌভাগ্য এবং সাফল্যের সূচনা করুক। শুভ ছটপুজো।

আরও পড়ুন:  ২০২৬-এ রাশিচক্র পাল্টাবে রাহু! ৪ রাশির জীবনে সুখের বন্যা বইবে, কে কে লাকি?

Advertisement

 

chhath puja 2025 wishes

* ছটের এই শুভ উপলক্ষ্যে, সূর্যের উষ্ণতা এবং পরিবারের ভালবাসা আপনাকে ঘিরে রাখুক। শুভ ছটপুজো।

* শুভ ছটপুজো। সব কামনা পূর্ণ হোক। 

* ছটপুজোর এই শুভ দিনে আপনার জীবন সূর্যের মতো উজ্জ্বল হোক।

* আমার বন্ধুদের এবং পরিবারের জন্য শুভ ছটপুজো! 

আরও পড়ুন:  এই ৪ রাশি সবচেয়ে অলস! কঠোর পরিশ্রম একেবারেই পসন্দ না এদের

* আমি আশা করি আপনার সব ইচ্ছা পূরণ হবে। ছটপুজোর শুভেচ্ছা ২০২৫! 

* ছটি মাই কী জয়! শুভ হোক সব। 

* শুভ ছটপুজো। সূর্য ঈশ্বরের ঐশ্বরিক আশীর্বাদ আপনার পথকে আলোকিত করুক এবং আপনার হৃদয়কে আনন্দে পূর্ণ করুক।

 

chhath puja festival

ছটি মাই (Chhathi Maiya)

ছট বা ছঠ, ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুণ একে ছট বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রতের (কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী) সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত হল কার্তিক শুক্লা ষষ্ঠী। বিক্রম সংবতের কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে। ষষ্ঠী দেবীর অপভ্রংশ স্বরূপ ছট মা বা ছটি মাই নামটি এসেছে।

আরও পড়ুন: মঙ্গল গোচর এদের জন্য অশুভ! ৫ রাশির খারাপ থাকা শুরু

 

chhath puja

ছটপুজোর নিয়ম ((Chhath Puja Rules)

ছট পুজো কোনো মূর্তি উপাসনার স্থান নেই। এতে ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয়। পুজোর দু'দিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ-ভাত খাওয়ার পর, ৩৬ ঘণ্টার এক কঠোর ব্রত পালন করতে হয়। পুজোয় সম্পূর্ণ সাত্বিক নৈবেদ্য ইত্যাদি কুলো, ডালা বা পাচিতে রেখে উৎসর্গ করা হয়। বিভিন্ন ফলমূল, মিষ্টি ইত্যাদির সঙ্গে পরম্পরাগত বিহারী খাবার ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্যরূপে প্রদান করা হয়। এই সময় নুন-মশলাবর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয়। পুজোর শেষে আত্মীয়স্বজন, প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পুজোর অন্যতম নিয়ম।

 

POST A COMMENT
Advertisement