scorecardresearch
 

Happy Eid-al-Adha 2024: বকরি ইদে প্রিয়জনকে পাঠান এই মেসেজ, জানান ইদ-অল-আদাহর শুভেচ্ছা

Bakrid 2024 Wishes in Bengali: আরবিক শব্দ 'আদাহ'-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা ইদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল,গরু, উট কিংবা কোনও পশু কোরবানি দেন।

Advertisement
ইদ-অল-আদাহ ২০২৪ ইদ-অল-আদাহ ২০২৪

ইসলাম ধর্মাবলম্বীদের বছরব্যাপী নানা উৎসবের মধ্যে,একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ইদ-অল-আদাহ (Eid al Adha)। প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয়  এই ইদ যা, কোরবানির ইদ বা বকরি ইদ নামেও পরিচিত। এবছর ভারতে ইদ-অল-আদাহ পালিত হবে ১৭ জুন, সোমবার। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক। আরবিক শব্দ 'আদাহ'-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। 

ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল,গরু, উট কিংবা কোনও পশু কোরবানি দেন। আর এরপর সেই মাংস রান্না করে বেশ কয়েকদিন ধরে খাওয়া -দাওয়ার রীতি প্রচলিত। কোরবানি দেওয়া ছাড়াও এদিন সকাল থেকেই মসজিদ কিংবা বাড়িতে নামাজ পড়ে দোয়া করেন বেশিরভাগ মানুষ। অন্যান্য ইদের মতো ইদ-অল-আদাহ-তেও সিমুই, পরোটা, লাচ্ছা, মাংস ইত্যাদি রকমারি খাবার একে অপরের বাড়িতে পাঠানোর রীতি রয়েছে। আবার বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানান বহু মানুষ।    

 

Happy Eid-al-Adha

জানুন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক,ইন্সটাগ্রাম, ট্যুইটার  কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে, আত্মীয়- পরিজনদের বকরি ইদে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।  

ইদ-অল-আদাহ ২০২৪ -র মেসেজ (Eid al Adha 2024 Messages) 

* আল্লাহর আশীর্বাদে আপনার জীবন সুখ-স্বাছন্দে ভরে উঠুক। ইদ মোবারক!

* আশা করি আপনি এবং আপনার পরিবার আল্লাহর ভালোবাসা এবং যত্নে থাকবেন। সকলকে ইদ-অল আদাহ-র শুভেচ্ছা জানাই!

 

Happy Eid-al-Adha

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। বকরি ইদ মোবারক!

Advertisement

* সকাল -সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাঁদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান 

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। ইদ-অল আদাহ-র শুভেচ্ছা সকলকে!

 

Happy Eid-al-Adha

* আগামী দিনগুলি আপনার ও আপনার পরিবারের জন্য শুভ হোক। ইদ মোবারক!

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। 

* এই ঈদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। কোরবানি ইদের শুভেচ্ছা সকলকে!

 

Advertisement