
কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় দীপান্বিতা কালীপুজো (Dipanwita Kali Puja) বা শ্যামা পুজো (Shyama Puja)। এই বছর কালীপুজো অর্থাৎ দীপাবলি (Deepawali) পড়েছে ২০ অক্টোবর। এই উৎসব সুখ এবং সমৃদ্ধির প্রতীক। শহরের অলিগলি সেজে ওঠে আলোর মালায়। রকমারি আলোর মালা, প্রদীপ, মোমের আলোর রোশনাইতে চারিদিকের অন্ধকার ঘুচে যায়।
দেবী কালী (Devi Kali)
কালী বা কালিকা হিন্দুধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে তিনি দশমহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে, ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়।
দীপাবলি উৎসব (Diwali Festival)
দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে যায়। প্রায় গোটা দেশে পালিত হয় এই দীপাবলি বা দিওয়ালি। কেনাকাটা, খাওয়া-দাওয়া, আড্ডা, পুজো, সব মিলিয়ে আনন্দ উৎসবে গা ভাসান আট থেকে আশি। জেনে নিন এই কালীপুজোতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Kali Puja Wishes) দিতে পারেন আপনি।
আরও পড়ুন: কতক্ষণ থাকছে অমাবস্যা? জানুন কালীপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
কালীপুজোর মেসেজ (Kali Puja Messages)
* মা কালীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ দীপান্বিতা কালীপুজো ২০২৫!
* কালীপুজোর শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।
* দেবী কালীর আশীর্বাদ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। সকলের জীবন ভরে উঠুক সমৃদ্ধিতে। শুভ কালীপুজো।
আরও পড়ুন: কেরিয়ার, দাম্পত্য থেকে স্বাস্থ্য, নতুন সপ্তাহে আপনি লাকি? জানুন সাপ্তাহিক রাশিফল
* আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন মা কালী। শুভ শ্যামা পুজো!
* সকলকে সুন্দর ও বর্ণময় দীপাবলির শুভেচ্ছা। শুভ হোক সব...
* শ্যামা মা এসো ঘরে, আলোর দিশা দিয়ে, দ্বেষ-হিংসা সব ভুলে, সৌভাগ্যের প্রতীক হয়ে। শুভ কালীপুজো!
* মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়া! দীপাবলির শুভেচ্ছা সকলকে।
* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। শ্যামা পুজোর শুভেচ্ছা।
* দীপাবলি উপলক্ষে দেবী কালিকা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে!
আরও পড়ুন: দীপাবলিতে বাঙালি বাড়িতেও পূজিতা হন মা লক্ষ্মী, কেন? পুরাণ যা বলছে...
* মা কালী যেন সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন আপনার মাথার উপর। শুভ কালীপুজো।
* এই আলোর উৎসবে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ শ্যামা পুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা।
* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা।
* মা কালী আপনার জীবনে ভালোবাসা ও আশীর্বাদ প্রদান করুক। জয় মা কালী!
* অশুভ শক্তির বিনাশ হোক এই দীপান্বিতা কালীপুজোতে! শুভ হোক সব...
আরও পড়ুন: শনিদেবের প্রিয় এই ২ রাশি জীবনভর বিপদমুক্ত থাকে! বড়ঠাকুরের কাদের উপর কৃপা থাকে?
কালীপুজো ২০২৫-এর নির্ঘণ্ট (Kali Puja 2025 Date Time)
* কালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার।
* অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ৩ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।