Jagaddhatri Puja 2025 Timing: ভোর রাতে হবে সন্ধিপুজো, কখন অঞ্জলি? জানুন জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

Jagaddhatri Puja Fixture: পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী। জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। 

Advertisement
ভোর রাতে হবে সন্ধিপুজো, কখন অঞ্জলি? জানুন জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্টজগদ্ধাত্রী পুজো ২০২৫

হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা (পার্বতী) ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর (Devi Jagaddhatri)। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja)। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী। জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। 

উমা হৈমবতী 

উপনিষদে জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী বলে উল্লেখ রয়েছে। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত। 

 

Jagaddhatri Puja

ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী

উপনিষদ অনুযায়ী, দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর, তারা অহংকারী হয়ে ওঠেন। তাদের অহং, নিবৃত্তির জন্যই আবির্ভূত হন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী। চতুর্ভুজা এই দেবীর চার হাতে থাকে, শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। দেবীর দুর্গার মতো জগদ্ধাত্রীর বাহন সিংহ, যা করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান।

আরও পড়ুন: ২০২৬-এ রাশিচক্র পাল্টাবে রাহু! ৪ রাশির জীবনে সুখের বন্যা বইবে, কে কে লাকি?

জগদ্ধাত্রী পুজোর রীতিনীতি 

কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। দুই প্রথায় এই পুজো করার প্রচলন আছে। কেউ দুর্গা পুজোর ধাঁচে পুজো করেন সপ্তমী থেকে নবমী। আবার অনেকে নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করেন। এই পুজোর অনেক প্রথাই দুর্গা পুজোর অনুরূপ। জানুন এই বছরের জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট (Jagaddhatri Puja Schedule)। 

 

Jagaddhatri Puja

 জগদ্ধাত্রী পুজো ২০২৫ -র নির্ঘণ্ট (Jagaddhatri Puja Timing)

* ২৭ অক্টোবর, সোমবার - ষষ্ঠী 

২৬ অক্টোবর রাত ২/৯ থেকে ২৭ অক্টোবর শেষ রাত ৩/২৯ অবধি থাকবে অষ্টমী তিথি। 

* ২৮ অক্টোবর, মঙ্গলবার - সপ্তমী

২৭ অক্টোবর শেষ রাত ৩/৩০ থেকে ২৮ অক্টোবর শেষ রাত ৪/২১ অবধি থাকবে সপ্তমী তিথি। 

আরও পড়ুন:  শনিদেবের প্রিয় এই ৩ রাশির জীবনভর সুখ, যে কোনও সমস্যায় রক্ষা করেন গ্রহরাজ

Advertisement

* ২৯ অক্টোবর, বুধবার - অষ্টমী 

২৮ অক্টোবর শেষ রাত ৪/২২৭ থেকে ২৯ অক্টোবর শেষ রাত ৪/৪২ অবধি থাকবে অষ্টমী তিথি। 

* ৩০ অক্টোবর, বৃহস্পতিবার - নবমী 

২৯ অক্টোবর শেষ রাত ৪/৪৫ থেকে ৩০ অক্টোবর শেষ ৪/৩২ অবধি থাকবে নবমী তিথি।

 

Jagaddhatri Pujo

পশ্চিম বাংলায়, দেবীর জগদ্ধাত্রীর পুজোর প্রচলন বৃদ্ধি পায় মূলত, নদীয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে। রাজবাড়ির পুজো দেখে হুগলী জেলার, ইন্দ্রনারায়ণ, চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপাটিতে এই পুজোর প্রচলন করেন।  চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মূলত আলোর কাজের জন্যে বিখ্যাত।

 

POST A COMMENT
Advertisement