Kali Puja 2025 Amavasya Start End Timing: কখন শুরু, কখন শেষ অমাবস্যা? জানুন কালীপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

Kali Puja 2025 Timing: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো । বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে।

Advertisement
কখন শুরু, কখন শেষ অমাবস্যা? জানুন কালীপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট কালীপুজোর নির্ঘণ্ট

হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  মা কালীর (Goddess Kali) বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। কালী বা কালিকা হিন্দুধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে তিনি দশমহাবিদ্যার প্রথম দেবী।

কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে, ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Kali Puja) বা শ্যামা পুজো (Shyama Puja)। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো (Lakshmi- Ganesh Puja) করেন। জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি (Amavasya Tithi)। 

আরও পড়ুন:  'মাগো আনন্দময়ী...', কালীপুজোয় শুনুন এই সেরা শ্যামা সঙ্গীতগুলো

কালীপুজো ২০২৫-এর নির্ঘণ্ট (Kali Puja 2025 Date Time)

* কালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার। 

* অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ২১ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।

প্রার্থনা মন্ত্র (Goddess Kali Puja Mantra) 

'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ' 

প্রণাম মন্ত্র (Goddess Kali Pronaam Mantra) 

'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং  হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।' 

আরও পড়ুন: জয় মা কালী! দীপান্বিতা কালীপুজোয় প্রিয়জনকে শুভেচ্ছা জানান এই মেসেজ পাঠিয়ে

কালীর রূপভেদ (Devi Kali Avatars)

Advertisement

* তন্ত্র পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। তোড়লতন্ত্র অনুসারে, কালী নয় প্রকার। যেমন, দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও মহাকালী। 

* মহাকাল সংহিতার অনুস্মৃতিপ্রকরণে নয় প্রকার কালীর উল্লেখ পাওয়া যায়। যথা, দক্ষিণাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, কালকালী, গুহ্যকালী, কামকলাকালী, ধনকালী, সিদ্ধিকালী, চণ্ডিকালিকা।

* অভিনব গুপ্তের তন্ত্র লোক ও তন্ত্রসার গ্রন্থদ্বয়ে কালীর ১৩টি রূপের উল্লেখ আছে। সৃষ্টিকালী, স্থিতিকালী, সংহারকালী, রক্তকালী, যমকালী, মৃত্যুকালী, রুদ্রকালী, পরমার্ককালী, মার্তণ্ডকালী, কালাগ্নিরুদ্রকালী, মহাকালী, মহাভৈরবঘোর ও চণ্ডকালী। 

আরও পড়ুন: কেরিয়ার, দাম্পত্য থেকে স্বাস্থ্য, নতুন সপ্তাহে আপনি লাকি? জানুন সাপ্তাহিক রাশিফল

* জয়দ্রথ যামল গ্রন্থে কালীর যে রূপগুলির নাম পাওয়া যায়, সেগুলি হল: ডম্বরকালী, রক্ষাকালী, ইন্দীবরকালী, ধনদাকালী, রমণীকালী, ঈশানকালী, জীবকালী, বীর্যকালী, প্রজ্ঞাকালী ও সপ্তার্ণকালী।

* মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নব রূপের পরিচয় পাওয়া যায়। যেমন,  কালকালী, কঙ্কালকালী, চিকাকালী এমন সব রূপের পরিচয় পাওয়া যায়।

* এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী ইত্যাদি নামেও মা কালীর পুজো বা উপাসনা করতে দেখা যায়।

 

POST A COMMENT
Advertisement