Lakshmi Puja 2025 Mantra: কোজাগরী পূর্ণিমার দিন পূজিতা হন তিনি! জানুন মা লক্ষ্মীর পুজোর মন্ত্র

Lakshmi Puja Date -Time- Mantra: কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিতা হন তিনি। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ‘কোজাগরী’ কথাটির অর্থ 'কে জেগে আছো?' 

Advertisement
কোজাগরী পূর্ণিমার দিন পূজিতা হন তিনি! জানুন মা লক্ষ্মীর পুজোর মন্ত্র  লক্ষ্মী পুজোর মন্ত্র

সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিতা হন তিনি। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

‘কোজাগরী’ কথাটির অর্থ 'কে জেগে আছো?'  হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। জেনে নিন লক্ষ্মী পুজোর দিনক্ষণ, মন্ত্র। 

কোজাগরী লক্ষ্মী পুজোর দিনক্ষণ  

এবছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর, সোমবার। ৬ অক্টোবর, বেলা ১১/২২/৪২ থেকে ৭ অক্টোবর সকাল ৯/৩১/২৭ অবধি থাকবে পূর্ণিমা তিথি।   

আরও পড়ুন:  মা লক্ষ্মীর বাহন কেন পেঁচা? জেনে নিন পৌরাণিক যুক্তি

দেবীর লক্ষ্মীর স্তোত্র (Goddess Lakshmi Strotra) 

লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশঃ।

স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।। 

বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী। 

ক্ষীরোড সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।। 

লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র (Goddess Lakshmi Dhyan Mantra)

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ। 

পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।। 

গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষি তাম। 

রৌকনোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।। 

লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Goddess Lakshmi Pushpanjali Mantra)

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে। 

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।। 

আরও পড়ুন: আগামী বছর দুর্গাপুজো কবে পড়েছে ? জানুন ২০২৬-র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ

লক্ষ্মী পুজো প্রণাম মন্ত্র (Goddess Lakshmi Pranam Mantra)
 
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। 

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী... 

লক্ষ্মী পুজো স্তব (Goddess Lakshmi Puja Sthab)

ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ।।   

Advertisement

মন্ত্র জপ করলে খুব সহজেই দেব -দেবীর কৃপা পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি আপনি আপনার রাশি অনুসারে মন্ত্র জপ করেন, তাহলে এটি আরও বেশি শুভ ফল দেয়। আপনি যদি মা লক্ষ্মীর কৃপায় অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা দূর করতে চান, তাহলে আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করতে পারেন। 

আরও পড়ুন:  এই ২ ধরণের মানুষ আশেপাশে থাকলেই জীবন নরক! দূরে থাকার পরামর্শ চাণক্যর

রাশি অনুযায়ী দেবীর লক্ষ্মীর মন্ত্র  (Goddess Lakshmi Mantra According To Zodiac Signs)

মেষ/ARIES (March 21-April 20)

'ওঁ ঐং ক্লীং স্ব'। 

বৃষ / TAURUS (April 21 – May 20)

'ওঁ ঐং ক্লীং শ্রীং'।

মিথুন/ GEMINI (May 21-June 21) 

'ওঁ ক্লীং ঐং সৌং'। 

কর্কট / CANCER (June 22-July 22)

'ওঁ ঐং ক্লীং শ্রীং'।

সিংহ/ LEO (July 23-Aug 23)

'ওঁ হ্রীং শ্রীং সৌং'। 

কন্যা/ VIRGO (Aug 24-Sep 23) 

'ওঁ শ্রীং ঐং সৌং'। 

তুলা/ LIBRA (Sep 24-Oct 23) 

'ওঁ হ্রীং ক্লীং শ্রীং'। 

বৃশ্চিক/ SCORPIO (Oct 24-Nov 22)

'ঐং ক্লীং সৌং'। 

ধনু /SAGITTARIUS (Nov 23-Dec 21) 

'ওঁ হ্রীং ক্লীং সৌং'। 

মকর/ CAPRICORN (Dec 22-Jan 21)

'ওঁ ঐং ক্লীং হ্রীং শ্রীং সৌং'। 

কুম্ভ/ AQUARIUS (Jan 22-Feb 19) 

'ওঁ  হ্রীং ক্লীং সৌং'। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

 

POST A COMMENT
Advertisement