Navratri Durgapuja 2025 Vastu Tips: নবরাত্রিতে কাটবে বিয়ের বাধা, এই কাজ করলে সাফল্য নিশ্চিত

Durgapuja 2025 Vastu Tips: নবরাত্রির এই পবিত্র সময়ে কিছু বিশেষ প্রতিকার পালন করলে শীঘ্র বিবাহের পথে বাধা দূর হতে পারে বলে বিশ্বাস অনেকের। দেখে নিন কী কী করা যেতে পারে।

Advertisement
 নবরাত্রিতে কাটবে বিয়ের বাধা, এই কাজ করলে সাফল্য নিশ্চিতনবরাত্রিতে কাটবে বিয়ের বাধা, এই কাজ করলে সাফল্য নিশ্চিত

Durgapuja 2025 Vastu Tips: নবরাত্রি হিন্দু ধর্মে এক বিশেষ সাধনার সময়। এই নয়দিনে দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। এই সময়টিকে পরিশুদ্ধ, ব্রত ও ভক্তির সময় বলে মানা হয়। তাই নবরাত্রির মধ্যে বিয়ে, বাগদান বা গৃহপ্রবেশের মতো কোনও মাঙ্গলিক কাজ সাধারণত করা হয় না।

তবে, নবরাত্রির এই পবিত্র সময়ে কিছু বিশেষ প্রতিকার পালন করলে শীঘ্র বিবাহের পথে বাধা দূর হতে পারে বলে বিশ্বাস অনেকের। দেখে নিন কী কী করা যেতে পারে।

দেবীর সিঁদুর ও শৃঙ্গার অর্পণ
প্রতিদিন স্নান ও ধ্যানের পর দেবী দুর্গাকে সিঁদুর ও শৃঙ্গারের সামগ্রী অর্পণ করুন। তারপর সেই সিঁদুর নিজের কপালে লাগিয়ে দ্রুত বিবাহের প্রার্থনা করুন। এটি শুভ বলে মানা হয়।

লাল বা হলুদ ফুল অর্পণ
নবরাত্রির প্রতিদিন দেবীকে সাতটি লাল বা হলুদ ফুল অর্পণ করুন। ফুলগুলি আগে হাতের তালুতে নিয়ে মনের মধ্যে দ্রুত বিয়ের প্রার্থনা করে অর্পণ করুন।

সিঁদুর ও সুপারি দান
একটি হলুদ কাপড়ে অল্প সিঁদুর ও কয়েকটি সুপারি বেঁধে দেবীর চরণে অর্পণ করুন। বিশ্বাস, এতে বিবাহে বাধা দূর হয়।

বিশেষ মন্ত্র জপ
নবরাত্রির সময় মনের কামনা পূরণের জন্য জপ করতে পারেন,
"ওম শ্রীং বর প্রদায় শ্রী নমঃ"। এছাড়াও কাত্যায়নী মন্ত্র, "ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী"

এই মন্ত্র অন্তত তিনদিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা জপ করলে ফল মিলতে পারে।

গ্রহ দোষ থাকলে দুর্গা সপ্তশতী পাঠ
যদি কুন্ডলীতে রাহু-কেতু বা অন্যান্য গ্রহজনিত কারণে বিবাহে বিলম্ব ঘটে, তা হলে দুর্গা সপ্তশতী পাঠ করা শুভ।

মাঙ্গলিক দোষে হনুমান পুজো
মাঙ্গলিক দোষ কাটাতে হনুমানজিকে সিঁদুর ও গুড়ের লাড্ডু অর্পণ করুন। এতে গ্রহদোষ শান্ত হয়। বিশেষজ্ঞদের মতে, নবরাত্রি হল আত্মশুদ্ধির ও ভক্তির সময়। তাই এই সময় কোনও বড় সামাজিক অনুষ্ঠান না করে, বিবাহ সংক্রান্ত বাধা দূর করার জন্য দেবীর পুজো ও ব্রত করাই উত্তম বলে মনে করা হয়।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement