হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী। ধ্বংসের দেবী হিসেবে পরিচিত হলেও, একইসঙ্গে তিনি মাতৃরূপেও পূজিতা হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করেন। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন ৪ রাশির বিষয়ে যাদের মা কালীর প্রিয় বলে মনে করা হয়।
হিন্দুধর্মে ফলহারিণী কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফলহারিণী কালীপুজো। চলতি বছরও এই বিশেষ দিনে মা কালীর বিশেষ পুজোর আয়োজন করবেন তাঁর ভক্তরা।
কবে পুজো?
এই বছর ৫ জুন বুধবার সন্ধ্যে ৭টা ১৫ মিনিট থেকে এই পুজোর শুভ সময় শুরু হবে। অমাবস্যা তিথি থাকবে ৬ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫৩ মিনিট পর্যন্ত। তবে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি কিন্তু ধরা হবে চলতি বছর ৬ জুনকেই। তবে মা কালীর পুজো যেহেতু সন্ধ্যায় হয় তাই ফলহারিণী পুজো সকলেই করবেন ৫ জুন। অমাবস্যা তিথি শুরুর ঠিক পর থেকেই।
মা কালীকে খুশি করবেন কীভাবে?
যদি আপনি মা কালীকে চলতি মরশুমের ফল নিবেদন করেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাওয়া পাবেন। এতে দেবী প্রচণ্ড খুশি হন। এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। যদি পারেন আম, জাম, লিচু এর মধ্যে কোনও না কোনও ফল পান, তাহলে তা দেবেন। নাহলে আপেল, পেয়ারা, নিবেদন করতে পারেন। এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার ওপর। সেই সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
কী করলে আসবে সমৃদ্ধি
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন। যেখানে অবশ্যই দেবেন ঘি। কখনোই সরষের তেল দেবেন না। এতে দেবী খুশি হন। সেই সঙ্গে তিনটি লবঙ্গ, তিনটি এলাচ, একটি মুদ্রা দেবেন। এই প্রদীপ নিজে থেকে কখনোও নেভাবেন না। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন আপনি।