Durga Puja plant Vastu Tips: শারদ উৎসব মানেই শুধু আনন্দ নয়, শুভ সময়ে কিছু কাজ করলে ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা
দুর্গাপুজোর দিনক্ষণ যতই এগিয়ে আসুক না কেন, দেবীর বোধান যে ষষ্ঠীতেই হয়, তা ভুলে গেলে চলবে না। কারণ, প্রকৃত অর্থে পুজোর সূচনা সেদিনই। এই সময় শুধু আনন্দ, সাজগোজ বা ভাসান নয়—পুজোর কয়েকটি দিন যদি কিছু বিশেষ গাছ বাড়িতে রোপণ করা যায়, তাহলে বাস্তুশাস্ত্র মতে তা আনতে পারে সুখ-সমৃদ্ধি, দূর করতে পারে অর্থকষ্ট।
চলুন জেনে নিই, কোন কোন গাছ পুজোর ক’দিনের মধ্যে পুঁতলে ফিরে পেতে পারেন ভাগ্য।
তুলসী
মহালয়ার পরে দেবীপক্ষ শুরু হতেই তুলসি গাছ রোপণ করলে তা শুভ ফল আনে বলে মনে করা হয়। বিজোড় সংখ্যায় (যেমন তিন বা পাঁচ) তুলসি গাছ লাগালে সৌভাগ্য বাড়ে। বাস্তুশাস্ত্র বলে, তুলসি শুধু পবিত্রতা নয়, ঘরে শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার করে।
কলা গাছ
সপ্তমীর সকালে কলাবউ স্নান দিয়ে পুজোর বিশেষ রীতি শুরু হয়। এই সময় কলা গাছ বাড়ির উঠোনে পুঁতে দিলে মঙ্গল বাড়ে। সপ্তমী থেকে নবমীর মধ্যে যেকোনো একদিন কলা গাছ রোপণ করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে, ঘরে আসে সমৃদ্ধি।
শিউলি
পুজোর আবহে ভোরবেলা মাটিতে ঝরে পড়া শিউলি ফুলের ঘ্রাণেই শুরু হয় নতুন সকাল। বাস্তুশাস্ত্র বলছে, এই সময় বাড়িতে শিউলি গাছ লাগালে পারিবারিক অশান্তি কেটে যায়, মানসিক চাপ কমে। বিশেষ করে দশমীর আগেই রোপণ করা গেলে সুফল মেলে।
অপরাজিতা
নামেই তার পরিচয়, যাকে পরাজিত করা যায় না। সপ্তমী থেকে নবমীর মধ্যে বাড়িতে অপরাজিতা গাছ লাগালে অর্থভাগ্য খুলে যেতে পারে। বাড়িতে ধন, সম্পত্তি আসার সম্ভাবনা বাড়ে। সেইসঙ্গে কেটে যায় আর্থিক সংকট।
পুজোর ক’টা দিন শুধু ঠাকুর দেখা বা প্যান্ডেল হপিং-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। সময়টা যথেষ্ট শুভ। সেই শুভ সময়ে প্রকৃতির সঙ্গে যোগাযোগ গড়ে তোলা এবং কিছু শাস্ত্রসম্মত কাজ করলে মিলতে পারে অশেষ ফল। গাছ লাগান, পুজোর পাশাপাশি নিজের ভবিষ্যতের বীজও পুঁতে দিন।