Rakhi Purnima 2025 Exact Timing: ভাইয়ের হাতে কবে- কখন বাঁধবেন রাখি? রাখি বন্ধন উৎসবের শুভ মুহূর্ত জেনে নিন

Raksha Bandhan Festival: রাখি পূর্ণিমার দিনে, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস, এদিন তাদের পুজো করলে সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। 

Advertisement
ভাইয়ের হাতে কবে- কখন বাঁধবেন রাখি? রাখি বন্ধন উৎসবের শুভ মুহূর্ত জেনে নিন    রাখি পূর্ণিমা ২০২৫

হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। 

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে। রাখি পূর্ণিমার দিনে, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস, এদিন তাদের পুজো করলে সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। 

 

Rakhi Purnima 2025 Exact Timing

এই উৎসব শ্রাবণ পূর্ণিমা নামেও পরিচিত।  এবার শ্রাবণ মাসের এই পূর্ণিমাকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ এদিনে অনেক শুভ যোগ তৈরি হতে চলেছে। এবার এই তিথিতে সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের সংমিশ্রণ হতে চলেছে, যা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। 

রাখি পূর্ণিমা কবে পড়েছে? 

এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৯ অগাস্ট, শনিবার। 

পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে? 

পূর্ণিমা তিথি লাগছে ৮ অগাস্ট, বেলা ১/৫৫/২৫-এ এবং থাকবে ৯ অগাস্ট বেলা ১/৩৯/৪৫ মিনিট পর্যন্ত। 

শুভ যোগ

অমৃত কাল- দিবা ঘ ৯/৩১ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ঘ ৮/১০ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৫৯ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ও ৩/৪৮ মধ্যে। 

Rakhi Purnima 2025 Timing

শুভ- অশুভ রাখি 

তবে না জেনেই অনেক সময়, ভুল রাখি কিনে ফেলেন অনেকেই। যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবে চিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চিন থেকে যে সমস্ত রাখি আসে, সেগুলি দেখতে খুব সুন্দর হয়। জ্যোতিষাচার্যদের মতে, এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা- ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement