Sevoke Kali Temple Diwali 2025: আজ পাহাড়ে মা সেবকেশ্বরীর পুজো কখন? নির্ঘণ্ট রইল

কার্তিকী অমাবস্যার রাতে পাহাড়ি পথে বিপদসঙ্কুল চড়াই-উৎরাই পেরিয়ে মন্দিরে শহরের পুজোর চাকচিক্য, জৌলুস হেলায় ত্যাগ করে বহু ভক্ত হাজির হন সেবকে। রাত জেগে পুজো দেখেন। কালীপুজোর রাতেও ঘোর অমাবস্যায় তখন উপচে পড়া ভিড়। তিলধারণের জায়গা থাকে না।

Advertisement
আজ পাহাড়ে মা সেবকেশ্বরীর পুজো কখন? নির্ঘণ্ট রইলস্বপ্নাদেশে ছিল পঞ্চমুণ্ডির আসন, দার্জিলিঙের এই কালীমন্দিরের অজানা কাহিনি

শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার। সেবকেশ্বরী কালীপুজোর নাম শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনও। কার্তিকী অমাবস্যার রাতে গোটা দেশ যখন একাধারে আলোর রোশনাইয়ে মেতে থাকে, তখন সভ্য জগত থেকে খানিকটা আড়ালেই পাহাড়ি পাথরের খাঁজে মায়ের আরাধনায় বসেন সেবকেশ্বরী মায়ের সেবায়েত। গা ছমছমে আবহের সঙ্গে ঢাকের বাদ্যি মিলে একটা আলাদা অনুভূতির জন্ম দেয়। মন্দিরে মায়ের আরাধনা দেখেন তখন কয়েক হাজার লোক।

কার্তিকী অমাবস্যার রাতে পাহাড়ি পথে বিপদসঙ্কুল চড়াই-উৎরাই পেরিয়ে মন্দিরে শহরের পুজোর চাকচিক্য, জৌলুস হেলায় ত্যাগ করে বহু ভক্ত হাজির হন সেবকে। রাত জেগে পুজো দেখেন। কালীপুজোর রাতেও ঘোর অমাবস্যায় তখন উপচে পড়া ভিড়। তিলধারণের জায়গা থাকে না। যে সেবক পাহাড় সূর্য ডুবলেই গা ছমছমে হয়ে যায়, সেখানে রাতভর থাকে ভক্তদের ভিড়। সকালে প্রসাদ নিয়ে তারপর মন্দির ছাড়েন ভক্তরা। কবে কখন কীভাবে হবে পুজো, কখন গেলে পুজো দিতে পারবেন বা সাক্ষী থাকতে পারবেন তা জেনে নিই

  • সোমবার ২০ অক্টোবর ২০২৫ কালীপুজো বা শ্যামাপুজো পালিত হবে।

  • সেদিন মা কালী বা শ্যামা মায়ের আরাধনা করা হয়।

  • বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে ২০ অক্টোবর ২০২৫ বেলা ৩টে ৪৫ মিনিটে।

  • অমাবস্যা তিথির অবসান হবে ২১ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা ৫৪ মিনিটে।

  • গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে ২০ অক্টোবর ২০২৫ দুপুর ২টো ৫৭ মিনিটে।

  • অমাবস্যা তিথির অবসান হবে ২১ অক্টোবর ২০২৫ বিকেল ৪টে ২৬ মিনিটে।

  • ২০ অক্টোবর সারারাত ধরে চলবে মা কালীর আরাধনা।

 

POST A COMMENT
Advertisement