পশ্চিমবঙ্গ, ভারত পেরিয়ে বিদেশের মাটিতেও এখন দুর্গাপুজোর রমরমা ৷ আমেরিকা থেকে ব্রিটেনের বিভিন্ন জায়গায় উমার আরাধনায় মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা ৷ তবে সেখানকার পুজো পাঁচদিনের হয় না ৷ কোথাও দু’দিন তো কোথাও একদিনেই পুজো আচার অনুষ্ঠান শেষ করতে হয় ৷ কারণ, ছুটির অভাব ৷ আয়ারল্যান্ডের ছোট্ট শহর অ্যাথলনেও দুর্গাপুজোয় মেতেছেন প্রবাসী বাঙালিরা ৷ ২০২৩ সাল থেকে এই পুজো শুরু হয়েছে। । মূল উদ্দেশ্য প্রবাসের মাটিতে থেকেও পরবর্তী প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির বীজ রোপণ করা। এই পুজোর বিশেষত্ব আন্তরিকতা এবং একতা। আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাঙালি পরিবারগুলি একত্রিত হয় এখানে। বাচ্চাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ও ধুনুচি নাচও হয়।