Advertisement

Deepavali 2023: মাটির প্রদীপ কেনার হিড়িক, ক্রেতার ভিড় কলকাতার দক্ষিণদাঁড়িতে

দীপাবলির উত্সব যতই এগিয়ে আসছে, কলকাতার দক্ষিণদাঁড়িতে ততই ভিড় বাড়ছে। দেবী লক্ষ্মী, গণেশ এবং বিভিন্ন ধরণের মাটির প্রদীপের মূর্তি কিনতে ভিড় জমাচ্ছে। এলাকাটির সুনাম সেখানকার কারিগরদের জন্য। এখানে বিভিন্ন মাটির প্রতিমা এবং নানাধরনের মাটির প্রদীপ তৈরি হয়। তবে কারিগররা জানিয়েছেন, কাঁচামালের দাম বাড়ার কারণে তাদের লাভের পরিমাণ কমে গেছে।

Advertisement
POST A COMMENT