কলকাতা মানেই উৎসব। সবে দুর্গাপুজো পেরিয়েছে। রাত পোহালেই কালীপুজো। সেই উপলক্ষ্যে সেজে উঠল তিলোত্তমা। হাওড়া ব্রিজ, রাজভবন-কে আলো দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটেও আলোর ঝলকানি। আলো দেখতে রাস্তায় ভিড় জমিয়েছেন অনেকেই। দীপাবলিতে এ যেন এক অন্য কলকাতা।