scorecardresearch
 
Advertisement

Durga Puja 2023: ৩০০ বছরের হরকুটির রায় ব্যানার্জি বাড়ির পুজো, চিরন্তন রীতি আজও অপরিবর্তিত

Durga Puja 2023: ৩০০ বছরের হরকুটির রায় ব্যানার্জি বাড়ির পুজো, চিরন্তন রীতি আজও অপরিবর্তিত

ঠাকুর দালান জুড়ে আজও পুরনো কলকাতার গন্ধ। কত ইতিহাসের, সংগ্রামের, পরিবর্তনের সাক্ষী পাথুরিয়াঘাটার হরকুটির রায় ব্যানার্জি বাড়ি। যে বাড়ির বয়স ২৭৮। কিন্তু দুর্গাপুজোর শুরু তারও বহু আগে। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম হরকুটির রায় ব্যানার্জি বাড়ির পুজো। শোনা যায়, এই বাড়ির কর্তা হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে মাটির তৈরি দেবীর আরাধনা শুরু হয় হরকুটিরে। হরকুটির রায় ব্যানার্জি বাড়ির ত্রয়োদশ প্রজন্মের সদস্য অর্চিষ্মান রায় ব্যানার্জি জানিয়েছেন সারাবছর হর ও হরি সেবা পান এই বাড়িতে। দেবীর আরাধনা করা হয় সুতানুটি গ্রামের মাটির উপরেই। ৩০০ বছরেরও পুরনো এই বাড়ির পুজোর নিয়ম-নীতি একেবারেই আলাদা। জেনে নিন বাড়ির সদস্যের কাছ থেকেই।

Advertisement