Advertisement

Durga Puja 2023: মণ্ডপ সেজে উঠছে ফুচকায়, সহযোগিতায় নেদারল্যান্ডের দুই শিল্পী

বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর সেই পুজোয় এখন থিমের ছড়াছড়ি। বেহালা নতুন দল এবার দর্শকেদর কাছে তুলে ধরছে ফুচকা আর ফুচকা খাওয়ার পর যে তৃপ্তি তার ছবি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। আর এই মণ্ডপর সজ্জায় রয়েছেন দুই ডাচ শিল্পী। দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপে। বেহালা নূতন দলের এই বছরের থিম হল 'তুষ্টি' বা তৃপ্তি।

Advertisement
POST A COMMENT