Advertisement

Durga Puja 2023: দক্ষিণ ভারতের লোকনৃত্যের মুখোশে সেজেছে কলকাতার এই মণ্ডপ

কলকাতার জোড়াসাঁকো সাধারণ দুর্গা উৎসব কমিটি দক্ষিণ ভারতের বিরল লোকনৃত্যের সরঞ্জাম দিয়ে প্যান্ডেল সাজিয়েছে। এই নৃত্যগুলি কেরালা এবং কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে এবং সেইসঙ্গে প্রাচীন ভারতের তুলনাডু রাজ্যের তুলুভাষী এলাকায় পরিবেশিত হয়। নাচে ব্যবহৃত মুখোশ, ট্রিঙ্কেট এবং প্রপস দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে।

Advertisement
POST A COMMENT