Advertisement

Durga Puja 2023: রাজস্থানে বাঙালির দুর্গাপুজোয় থিমের ছোঁয়া, দেখুন প্রবাসে দশভূজার আরাধনা

বাঙালি যেখানেই যাক, দুর্গাপুজো মন থাকে বাংলায়। আর পুজোতে বাংলায় আসতে না পারার আক্ষেপ মেটাতে যেখানে থাকে সেখানেই দুর্গা পুজো শুরু করে দেয়। রাজস্থানের জয়পুরে বাঙালিরা একজোট হয়ে শুরু করে গিয়েছে দুর্গা পুজো। মুরলিপুরার সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম ডিসনি ল্যান্ড। দেখুন প্রবাসে বাঙালির দুর্গা পুজোর এঝলক।

Advertisement
POST A COMMENT