আজ দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে দশেরা উৎসব। এই দিনে ভগবান রামচন্দ্র পরাজিত করেছিলেন রাবণকে। আজকের দিনে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের মূর্তি পোড়ানোর প্রচলন রয়েছে হিন্দুদের মধ্যে। কারণ তাঁরা মনে করেন আজকের দিনেই অসত্যকে হারিয়ে সত্যের জয় হয়েছিল। কিন্তু জানলে অবাক হবেন উত্তরপ্রদেশের কানপুরে একটি মন্দির আছে যেখানে আজ অর্থাৎ বিজয়া দশমীর দিন রাবণকে দুধ স্নান করিয়ে, পূর্ণ আচারের সাথে অভিষেক করা হয়। কানপুরের এই মন্দিরটি শুধুমাত্র দশেরার দিনই খোলা হয়। বছরের বাকি সময় এই মন্দির বন্ধ থাকে। এখানকার মানুষের বিশ্বাস রাবণের মত জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ নেই তাই রাবণের পুজো করলে মানুষ জ্ঞান লাভ করবে।