Advertisement

Ayodhya Deepotsav: অযোধ্যায় মহাসমারোহে আয়োজিত দীপোৎসব

অযোধ্যায় মহাসমারোহে উদযাপিত হচ্ছে দীপোৎসব। ২৮ লক্ষ প্রদীপ জ্বালানো হয় এদিন। দিনভর অনুষ্ঠানে অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রদীপ জ্বালানোর পাশাপাশি লাইট শোয়েরও ব্যবস্থা করা হয়। আলোক সজ্জায় দেখানো হয় রামচন্দ্র, সীতা, হনুমানের নানা দৃশ্য।

Advertisement
POST A COMMENT