scorecardresearch
 
Advertisement

Ganesh Chaturthi 2023 Siliguri: পাড়া পাড়ায় গণেশপুজো, শিলিগুড়ি যেন মিনি মুম্বই

Ganesh Chaturthi 2023 Siliguri: পাড়া পাড়ায় গণেশপুজো, শিলিগুড়ি যেন মিনি মুম্বই

দুর্গাপুজোর বাকি এখনও এক মাস। তবে শিলিগুড়িতে এখনই পুজোর আবহ। শহরজুড়ে আলোকসজ্জা, বাজছে ঢাক। শহরের মানুষ তো বটেই বাইরের জেলাগুলি থেকেও লোকে ঘুরে যাচ্ছে উৎসবে শামিল হতে। ব্যাপারখানা কী?আসলে গণেশ চতুর্থী থেকে শিলিগুড়িতে গণেশ উৎসব শুরু হয়েছে। দুর্গাপুজোর মতো সংখ্যায় সমতুল্য না হলেও, জৌলুসে টেক্কা দিচ্ছে গণপতি বাপ্পাও। অনেকেই মজা করে বলছেন শিলিগুড়ি যেন মহারাষ্ট্র কিংবা মিনি মুম্বই হয়ে গিয়েছে। তবে যাই হোক, উৎসবের মরশুম শুরু করে দিয়েছে লম্বোদরের উপস্থিতি। কোথাও চারদিন, কোথাও দশমী পর্যন্ত প্রতিমা রাখা হবে। প্রতিদিনই মণ্ডপে মণ্ডপে ভিড় জমছে। মাঝে বুধবার সন্ধ্য়া থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হওয়ায় খানিকটা ছন্দ কাটলেও একেবারে বেসুরো করে ফেলতে পারেনি।

Advertisement