চিরাচরিত প্রথা মেনে মঙ্গলবার শান্তিনিকেতনে আয়োজিত হল বসন্ত উৎসব। বিগত বছরগুলিতে দোল পূর্ণিমার দিন এই উৎসব আয়োজিত হলেও, অত্যাধিক পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ের কারণে গত দু-তিন বছর সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এদিন সকালবেলা গৌড় প্রাঙ্গণের সামনে থেকে 'খোল দ্বার খোল, লাগলো যে দোল' গানের মধ্য দিয়ে শোভাযাত্রা করে বসন্ত সূচনা করলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ ভারপ্রাপ্ত উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা। এরপর আশ্রম চত্বর প্রদক্ষিণ করে গৌড় প্রাঙ্গণে রবীন্দ্রনাথের বিভিন্ন গীতিনাট্য উপস্থাপনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। যদিও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আবির খেলার অনুমতি নেই বলেই জানাচ্ছেন পড়ুয়ারা।