Advertisement

Rani Mukherjee: মুম্বইয়ের মুখার্জি বাড়িতে পরিবারের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন রানি, দেখুন VIDEO

মুম্বইয়ের মুখার্জির পুজো মানেই চাঁদের হাট। এই পরিবারের দুই তারকা কাজল আর রানি তো থাকে মূল আকর্ষণের কেন্দ্রে। আর সিঁদুর খেলাতে মাতেন এই অভিনেত্রীরা। বিজয়া দশমিতে দুর্গা মাকে বরণ করে সিঁদুর পরিয়ে দিলেন রানি মুখার্জি। তারপর পরিবারের সঙ্গে মাতলেন সিঁদুর খেলায়। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT