scorecardresearch
 
Advertisement
ধর্ম

Dhanteras 2020: ভুলেও কিনবেন না এই ১০ জিনিস, বাড়ি থেকে বিদায় নেবে শান্তি

Dhanteras 2020
  • 1/11

আর মাত্র কয়েকটা দিন। তারপরই দীপাবলি। সেই সঙ্গে কড়া নাড়ছে ধনতেরাস। এবছর ধনতেরাস পড়েছে ১৩ নভেম্বর। শুভ সময় বিকেল ৫.৩০ থেকে ৬টা পর্যন্ত। জ্যোতিষী অশ্বিনী মঙ্গল জানিয়েছেন ধনতেরাসে কেনাকাটা করা খুব শুভ। তবে খেয়াল রাখতে হবে কয়েকটি জিনিস এই বিশেষ দিনে কেনা উচিত নয়। 

Dhanteras 2020
  • 2/11

ধনতেরাসের দিন অনেকেই স্টিলের বাসন ঘরে নিয়ে আসেন, এমনটি করা একেবারেই উচিত নয়। ইস্পাত খাঁটি ধাতু নয়। এতে রাহুর প্রভাব বেশি রয়েছে। আপনার কেবল প্রাকৃতিক ধাতু কেনা উচিত। মানবসৃষ্ট ধাতুর মধ্যে  কেবল পিতলই কেনা যায়।
 

Dhanteras 2020
  • 3/11

কিছু লোক ধনতেরাসে অ্যালুমিনিয়ামের পাত্র বা পণ্যও কিনে থাকেন। এই ধাতুতেও রাহুর প্রভাব বেশি  রয়েছে। অ্যালুমিনিয়ামকে দুর্ভাগ্যের সূচক হিসাবে বিবেচনা করা হয়। উৎসবে তাই  নতুন কোনও অ্যালুমিনিয়াম জিনিস ঘরে আনা এড়িয়ে যাওয়াই উচিত।

Advertisement
Dhanteras 2020
  • 4/11

জ্যোতিষ অনুসারে, লোহাকে শনি দেবের উপাদান হিসাবে বিবেচিনা করা হয়। তাই ধনতেরাসে লোহার তৈরি জিনিস কেনার ভুল করবেন না। এমন করলে উৎসবে ধন কুবেরের কৃপা থেকে বঞ্চিত থাকবেন।

Dhanteras 2020
  • 5/11

ধনতেরাসের দিন ধারালো জিনিস কেনা থেকে বিরত থাকুন। এই দিনে, ছুরি, কাঁচি বা কোনও ধারালো অস্ত্র কেনা কঠর ভাবে বর্জন করুন। ধনতেরাসে এই ধরণের জিনিস কেনা শুভ বলে মনে করা হয় না।

Dhanteras 2020
  • 6/11

ধনতেরাসে, কিছু লোক প্লাস্টিকের তৈরি জিনিস বাড়িতে নিয়ে আসেন। জানিয়ে রাখা ভাল, প্লাস্টিকের থেকে কোনও শ্রীবৃদ্ধি হয় না। অতএব ধনতেরাসে কোনও ধরণের প্লাস্টিকের জিনিস বাড়িতে আনবেন না।
 

Dhanteras 2020
  • 7/11

ধনতেরাসে সেরামিক বা চিনেমাটির বাসনপত্র , ফুলদানি  ইত্যাদি কেনা একেবারেই উচিত নয়। এই জিনিসগুলির স্থায়িত্ব থাকে। তাই সেরামিক দিয়ে তৈরি জিনিস একেবারেই কিনবেন না।

Advertisement
Dhanteras 2020
  • 8/11

কিছু লোক ধনতেরাসে কাঁচের পাত্র বা অন্যান্য জিনিস কিনে থাকে। কাঁচ রাহুর সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়।  তাই ধনতেরাসের দিন এই ধরণের জিনিস এড়ানো উচিত। এই দিন কাঁচের সামগ্রীগুলি ব্যবহার করা উচিত নয়।

Dhanteras 2020
  • 9/11

ধনতেরাসের দিন কালো জিনিস ঘরে আনতে নেই। ধনতেরাস খুব শুভ দিন। আর অন্যদিকে কালো রং সবসময় দুর্ভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাই ধনতেরাসে কালো জিনিস কেনা এড়িয়ে চলুন।

Dhanteras 2020
  • 10/11

ধনতেরাসের দিন আপনি যদি কোনও বাসন কিনার পরিকল্পনা করে থাকেন তবে খেয়াল রাখবেন সেগুলি যেন খালি ঘরে না থাকে।। ঘরে বাসনপত্র আনার আগে তা জল, চাল বা অন্য কোনও উপাদান দিয়ে পূর্ণ করুন।
 

Dhanteras 2020
  • 11/11

ধনতেরাসের দিনে যদি তেল বা ঘি জাতীয় জিনিস কিনতে যান  তবে একটু সতর্ক থাকবেন। এই জাতীয় জিনিসগুলি ভেজাল হতে পারে এবং এই দিনে অপরিষ্কার জিনিস কেনা একেবারের উচিত নয়। আপনি যদি বাড়িতে রিফাইন্ড  ব্যবহার করেন, তবে এই দিনে সেটি কেনাও এড়িয়ে চলুন।

Advertisement