scorecardresearch
 
Advertisement
ধর্ম

Akshaya Tritiya: বাড়িতে এই জিনিসগুলি অক্ষয় তৃতীয়াতে নিয়ে আসুন! মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 1/10

হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভ বলে মানে করা হয়। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এই বছর ১৪ মে পড়েছে অক্ষয় তৃতীয়া। মনে করা হয় এদিন সোনা কেনা খুব শুভ। বিশ্বাস করা হয়, এই বিশেষ তিথিতে ভাগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 2/10

হিন্দু ধর্ম অনুসারে, বছরের প্রথম শুভ মুহূর্ত, মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। মনে করা হয়, এদিন লক্ষ্মী দেবী পৃথিবীতে বিরাজ করে। 
 

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 3/10

সাধারণত দক্ষিণ দিকে মা লক্ষ্মীর অধিষ্ঠান হলেও, এদিন দেবী উত্তর-পূর্ব দিকে বসেন। এই বিশেষ দিনে ভক্তি ভরে দেবী লক্ষ্মীর পুজো করলে তিনি তুষ্ট হন।
 

Advertisement
Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 4/10

জ্যোতির্বিদ কমল নন্দলালের জানাচ্ছেন, এই দিন কোন কাজগুলি অত্যন্ত শুভ। তিনি আরও জানালেন, এদিন লক্ষ্মী দেবীর মূর্তি বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখতে হয়। 
 

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 5/10

মা লক্ষ্মীর পাদুকা 

লক্ষ্মী দেবীর পাদুকাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে সোনা কিংবা রুপোর পাদুকা কিনে ঠাকুরঘরে রাখুন। অবশ্যই সেটি রাখতে হবে বাড়ির উত্তর-পূর্ব দিকে। 

 

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 6/10

কড়ি 

মা লক্ষ্মীর একটি চিহ্ন কড়ি। এই দিন ঠাকুরঘরের উত্তর- পূর্ব দিকেই আটটি কড়ি রাখুন। 

 

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 7/10

একাক্ষী নারকেল

 লক্ষ্মী দেবীকে একাক্ষী নারকেল উৎসর্গ করা শুভ। উত্তর -পূর্ব দিকে দেবী মূর্তি বা ছবি রেখে অক্ষয় তৃতীয়ায় একাক্ষী নারকেল দিন।

Advertisement
Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 8/10

কচ্ছপ

অক্ষয় তৃতীয়ায় শুভ মুহূর্তে উত্তর-পূর্বে কচ্ছপ রাখুন। এটি যে কোনও ধাতু দিয়ে তৈরি হতে পারে। কাঁচের কচ্ছপ তার মধ্যে সবচেয়ে শুভ। 

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 9/10

শঙ্খ 
 
মা লক্ষ্মীর একটি চিহ্ন হিসাবে ধরা হয় শঙ্খকে। বেশীরভাগ হিন্দু বাড়িতেই শঙ্খ থাকে। অক্ষয় তৃতীয়ায় তাই দেবীর সামনে এটি রাখুন।

Akshay Tritiya  lucky things অক্ষয় তৃতীয়া
  • 10/10

বাঁশি

অক্ষয় তৃতীয়ায় অবশ্যই বাড়িতে বাঁশি রাখুন। এই দিন অনেক জায়গায় বাঁশি পুজো করার তিথিও আছে। সেই সঙ্গে পিতলের ঘন্টাও রাখতে পারেন।সমস্ত জিনিসগুলি বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখলে, মা লক্ষ্মী দক্ষিণ দিক থেকে ইশান কোণের দিকে অধিস্থান করেন । 

    

 

Advertisement