জীবনে সফলতার সঙ্গে ব্যর্থতাও থাকে। তার মধ্যে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি ঘটে তা খুবই সাধারণ। প্রায় সকলেই এই সমস্যায় ভোগেন। কারও নিজেকে সামলাতে অনেক বেগ পেতে হয়। আবার অনেকে সহজে মধ্যে কাটিয়ে ফেলেন যে কোনও সমস্যা।
যদি আপনি কর্মক্ষেত্রের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কীভাবে প্রতিদিন দেবাদিদেব শিবের মন্দিরে (Shiv Temple) গিয়ে এই সমস্যার সমাধান মিলবে, তা জানাচ্ছেন জ্যোতিষী শৈলেন্দ্র পাণ্ডে।
নিয়মিত সকালে স্নান করে, শিব মন্দিরে মনে গিয়ে শিবলিঙ্গে জল ঢালুন নিষ্ঠা মনে। মনে রাখবেন সেই জল আপনাকে বাড়ি থেকেই নিয়ে যেতে হবে।
শিবলিঙ্গের চারিদিকে প্রদক্ষিণ করুন এবং ভোলেনাথের কাছে প্রার্থনা সমস্ত সমস্যা থেকে মুক্তির প্রার্থনা করুন।
প্রতিদিন এই পদ্ধতিতে শিবের আরাধনা করলে, মিথ্যে অপবাদ, কাজ বা পদোন্নতি আটকে থাকা সহ চাকরীক্ষেত্রের সব সমস্যার সমাধান মিলবে।
গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। ১৯ জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসকে (Shravana Month) দেবাদিদেব শিবের (Lord Shiva) মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। সেই সঙ্গে কিছু বিশেষ কাজ এই মাসে শুভ বলে মনে করা হয়। আবার কিছু কাজ করা একদম ঠিক না।