scorecardresearch
 
Advertisement
ধর্ম

PHOTOS : অমরনাথ যেতে পারেননি, বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 1/9

অমরনাথের শিব দর্শন করার ইচ্ছে অনেকদিনের। কিন্তু তা পূরণ হয়নি এখনও। তাই বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো সারলেন বাঁকুড়ার গৃহবধূ। তাঁর নাম সঙ্গীতা পাত্র। 

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 2/9

গতকাল ছিল শ্রাবণের সোমবার। সোমবার শিবের বার। এই দিনই ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো করেন। সঙ্গীতাদেবীও বাড়িতে পুজো সারেন শিবের। 

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 3/9

বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা সঙ্গীতা পাত্র। ইংরেজি সাহিত্যে এম.এ পাশ করেছেন। আর পাঁচজনের মতো বাপের বাড়িতে থাকার সময় প্রতিবার শ্রাবণ মাসে নিয়ম করে সোমবার পালন করতেন।

Advertisement
বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 4/9

তবে এবার নিজের বাড়িতেই শিবপুজো দিলেন তিনি। তাও আবার নিজের হাতে মূর্তি বানিয়ে। 

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 5/9

সঙ্গীতাদেবী জানান, তিনি ভেবেছিলেন কোনও মন্দিরে গিয়ে শিবের পুজো করবেন। তবে সময় পাননি। তাই বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো করেন। 

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 6/9

তিনি আরও বলেন, 'বাড়িতে পুজো করলেও শিবের মাথায় জল ঢালা হয়নি। তবে সেই মনোবাসনা আমার পূর্ণ হয়েছে।' 

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 7/9

কীভাবে এই শিবলিঙ্গ বানালেন সঙ্গীতা? তিনি জানিয়েছেন, রবিবার রাতে একটি জলের গেলাস ও বাটিতে জল ভরে তা ডিপ ফ্রিজে রেখে দেন।

Advertisement
বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 8/9

পরদিন সকালে ওই গ্লাস ও বাটি বের করেন। দেখেন তাঁর মনের মতো বরফের শিবলিঙ্গ তৈরি হয়েছে। 

বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর
  • 9/9

সেই শিবলিঙ্গকেই পুজো করেন সঙ্গীতা। জলও ঢালেন তাতে। সেই শিবলিঙ্গ দেখতে সঙ্গীতার বাড়িতে ভিড়ও করেন অনেকে। 

Advertisement