Advertisement
ধর্ম

Kumari Puja in Belur Math: বেলুড়ে কুমারীপুজোয় কী ভোগ নিবেদন করা হয়, কোন ইতিহাস রয়েছে? জানুন

Kumari Puja in Belur Math
  • 1/10

বেলুড় মঠের দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। দেবীকে জীবন্ত কন্যারূপে পুজো  করার এই রীতি একশো বছরেরও বেশি পুরনো। ১৮৯২ সালে কন্যাকুমারীতে প্রথম এক কিশোরীকে দুর্গারূপে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরে কাশ্মীর সফরে গিয়ে আবারও এক মুসলমান মাঝির কন্যাকে কুমারী পুজো করেন তিনি। 
 

Kumari Puja in Belur Math
  • 2/10

স্বামীজির বিশ্বাস ছিল, প্রতিটি কন্যার মধ্যেই মা দুর্গা বিরাজমান আছেন। ১৯০১ সালে প্রথমবার বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা হয়। সেই বছরেই মহাষ্টমীতে স্বামীজি নিজে কুমারী পুজো করেন। ছিলেন মা সারদাও। সেদিন থেকেই বেলুড় মঠের দুর্গাপুজোয় কুমারী পুজো অন্যতম অংশ হয়ে ওঠে।
 

Kumari Puja in Belur Math
  • 3/10

প্রতি বছর মহাষ্টমীতে কুমারীকে দেবীরূপে পুজা করা হয়। তাকে বেছে নেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কুমারী নির্বাচনের ক্ষেত্রে বয়সের একটি নির্দিষ্ট সীমা মানা হয়। সঙ্গে দেখা হয় কিছু বিশেষ লক্ষণ। শেষ পর্যন্ত কুমারী নির্বাচনের দায়িত্ব থাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের হাতে।
 

Advertisement
Kumari Puja in Belur Math
  • 4/10

বৃহদ্ধর্ম পুরাণে বলা হয়েছে, 'কন্যা রূপেন দেবানামগ্রত দর্শনং দদৌ'। দেবী চণ্ডী কুমারীরূপেই আবির্ভূত হয়েছিলেন দেবতাদের সামনে। আবার দেবী ভগবতে বলা হয়েছে, এক বছরের শিশু পুজোর যোগ্য নয়, তবে দুই থেকে দশ বছরের মধ্যে কন্যারাই কুমারী রূপে পূজিত হতে পারে।

Kumari Puja in Belur Math
  • 5/10

মহাষ্টমীর সকালে মঠের মূল মন্দিরের পাশে অস্থায়ী মণ্ডপে কুমারীকে সাজিয়ে আনা হয়। পরনে থাকে বেনারসি শাড়ি, গায়ে গহনা। ঠিক যেন দেবীর রূপ। প্রতিমার সামনে বসিয়ে তাঁকে ষোড়শ উপচারে পুজো করেন সন্ন্যাসীরা। তারপরই শুরু হয় সন্ধিপুজো। 
 

Kumari Puja in Belur Math
  • 6/10

বেলুড় মঠে কুমারী পুজো তাই শুধুমাত্র কোনও আচার-বিধি ভাবলে ভুল করবেন। এটি শতাব্দী প্রাচীন অমূল্য ঐতিহ্য। আর সেই কারণেই কুমারী পুজো বেলুড় মঠের ভক্তদের কাছে মহাষ্টমীর মূল আকর্ষণ।
 

Kumari Puja in Belur Math
  • 7/10

বেলুড় মঠে মহা ধুমধাম করে কুমারী পুজোর আয়োজন হচ্ছে এবারও। নির্ঘণ্ট অনুযায়ী ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) ভোর ৫.৪০ মিনিটে পূজারম্ভ হবে। ওই দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পুজো এবং সন্ধ্যা ৫.৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো।

Advertisement
Kumari Puja in Belur Math
  • 8/10

বেলুড় মঠে দুর্গাপুজোর এবার ১২৫তম বর্ষ। ঐতিহ্য মেনে বিশুদ্ধ পঞ্জিকা মতে পুজো শুরু হয়েছে বেলুড় মঠে।  এবার পঞ্চমীতে বোধন হয়েছে মঠে। মঠের সন্ন্যাসী ও সেবকরা নিয়ম মেনে পুজোর আচার পরিচালনা করেন। প্রতিটি ধাপ পুণ্য ও নিয়মের মিশ্রণে ভরা। 
 

Kumari Puja in Belur Math
  • 9/10

পুজোর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় । তারপর একেবারে প্রতিমার বেশে সাজানো হয় । পায়ে আলতা ও কপালে সিঁদুরের টিপ দেওয়া হয়। তারপর দেবী মূর্তির সামনে বসিয়ে আরাধনা করা হয় । 
 

Kumari Puja in Belur Math
  • 10/10

পুজোয় দেবীকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই অর্পণ করা হয় কুমারীর উদ্দেশেও । এরপর তার পায়ে ফুল দিয়ে প্রণাম করা হয়। এবং বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করা হয়।
 

Advertisement